ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সাকিবকে নিয়েই উইন্ডিজের বিপক্ষে রাতে মাঠে নামছে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১৬:৩৯:৪১
সাকিবকে নিয়েই উইন্ডিজের বিপক্ষে রাতে মাঠে নামছে টাইগাররা

উইন্ডিজের সাথে পূর্ণাঙ্গ সিরিজে শুরু হচ্ছে আগামী ৪ জুলাই প্রথম টেস্ট ম্যাচ দিয়ে। সেই সূচি শুরু করার আগে উইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের সাথে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮ টায় মঠে নামবে টাইগার ক্রিকেটাররা। সেই উপলক্ষে অবশ্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বটা সেরে রেখেছে সফরকারীরা।

বাংলাদেশ দলের জন্য খুশির খবর হলো ব্যক্তিগত ছুটি কাটিয়ে নিউইয়র্ক থেকে দলের সাথে যুক্ত হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাইতো মূল মঞ্চে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য দলের সব সদস্যকে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের নয়া কোচ স্টিভ রোডস। ফলে এই প্রস্তুতি ম্যাচে সকল ধরনের পরীক্ষা-নীরিক্ষা চালাতে পারবেন এই ইংলিশম্যান।

প্রস্তুতি ম্যাচের উইন্ডিজ দলঃ শামার ব্রুকস (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জামার হ্যামিলটন, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, কিওন হার্ডিং, শেন মোসেলে, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড, ভিশল সিং ও ওডিন স্মিথ।

বাংলাদেশ টেস্ট দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে