ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

যে গোলকিপারের বাধায় শেষ জার্মানির বিশ্বকাপ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১৬:৩৮:০১
যে গোলকিপারের বাধায় শেষ জার্মানির বিশ্বকাপ

২০১৮ সালের বিশ্বকাপই প্রথম চো এর ক্যারিয়ারে। তবে আসরটি ভুলে রাখার মতই হতে যাচ্ছিল তার জন্য। প্রথম দুই ম্যাচে হার, তিন গোল হজম করেছে দল। গোলরক্ষকের দায়িত্ব ছিল তার হাতেই। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাঁচামরার লড়াইয়ের ম্যাচেই এভাবে জ্বলে উঠবেন কে জানত!

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে ম্যাচ জিততেই হত জার্মানির। তবে এমন ম্যাচেই ছয়-ছয়টি সেভ করেন চো। প্রথমার্ধের শেষ দিকে জার্মান ডিফেন্ডার ম্যাটস হামেলস এর ক্লোজ রেঞ্জ থেকে নেয়া শট আটকে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই মিডফিল্ডার লিওন গোরেটজকার দারুণ একটি হেড আরও দুর্দান্তভাবে আটকে দেন তিনি। এভাবে বারবারই স্ট্রাইকার মারিও গোমেজ, হামেলসদের হতাশ করেন চো।

ম্যাচের ৮৮ মিনিটে মিডফিল্ডার টনি ক্রুস গোলমুখে শট নিলেও তা বাধা পায় চো-এর হাতে। এমনকি অতিরিক্ত সময়ে কোরিয়া ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও শিথিল হননি তিনি। মিডফিল্ডার ব্র্যান্ডটকে চো বঞ্চিত করেন স্বান্তনার গোল থেকে।

জার্মানির মতই প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে দক্ষিণ কোরিয়া। তবে দল এবং গোলরক্ষক চো এর এমন পারফরম্যান্স আগামীতে দক্ষিণ কোরিয়াকে আরো ভালো করায় প্রেরণা যোগাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে