ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

জ্যাকলিন-ক্যাটরিনার লড়াই চরমে, বিপাকে সালমান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১১:৩৩:০৬
জ্যাকলিন-ক্যাটরিনার লড়াই চরমে, বিপাকে সালমান

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঝগড়া বেঁধেছেন এই দুই নায়িকা। এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কম।

পূর্ব ঘোষণা অনুযায়ী সালমান খান কনসার্টে অংশ নিতে তাঁর দলবল নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাঁদের এই কনসার্ট সফরের নাম ‘দ্য ব্যাংঃ রি লোডেড’। দুই সপ্তাহব্যাপি এই সফরে সালমানের সঙ্গী হয়েছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষি সিনহা, ডেইজি শাহ, মানীষ পাল এবং গুরু রান্ধোয়া।

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে মঞ্চ মাতাবেন এই তারকারা। কিছুদিন আগে তাঁদের পারিশ্রমিকের তালিকাও প্রকাশ পেয়েছে। এই সফরে সালমানের পর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন ক্যাটরিনা কাইফ। এরপর জ্যাকলিন ফার্নান্দেজ ও সোনাক্ষি সিনহা।

জানা যায়, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের জন্য ক্যাটরিনা পাচ্ছেন ১২ কোটি রুপি আর জ্যাকলিন পাচ্ছেন ৭ থেকে ৮ কোটি রুপি। এই পারিশ্রমিক নিয়েই নাকি জ্যাকলিন-ক্যাটরিনার মধ্যে শীতল যুদ্ধ চলছে। দু’জন দূরত্ব বজায় রেখে চলছেন।

তাঁদের এই দ্বন্দ্ব সফরে থাকা সবার মধ্যে এক ধরনের খারাপ প্রভাব ফেলছে। মঞ্চ পরিবেশনায় ছন্দ পতন ঘটছে। এমন অবস্থায় ক্যাটরিনা-জ্যাকলিনের শীতল যুদ্ধের মধ্যস্থতা করছেন খোদ সালমান। সবাই এক হোটেলে থাকার কথা থাকলেও সালমান দু’জনকে আলাদা হোটেলে রাখছেন।

এমনিতেই জ্যাকলিনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সালমানের সঙ্গে করা সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রেস থ্রী’ আশানুরূপ ব্যবসা করছে না। ছবিটি মুক্তির পর প্রথম তিন দিনে ১০০ কোটি রুপি আয় করলেও দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসা পড়ে যেতে থাকে। তার ওপর যুক্তরাষ্ট্র সফরটাও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্র সফরে ১২ কোটি রুপি পারিশ্রমিক এবং একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন ক্যাট। আপাতত আসন্ন ‘থাগস অব হিন্দুস্থান’ ও ‘জিরো’ ছবির সাফল্যের অপেক্ষা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে