ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘আমি অভিনয়ের ক্ষেত্রে নিজেকে আরো ভাঙতে চাই’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১১:২৩:৪৭
‘আমি অভিনয়ের ক্ষেত্রে নিজেকে আরো ভাঙতে চাই’

দর্শকের সেই ভালোবাসায় কাজে অনেক বেশি উৎসাহী হয়েছি আমি। ঈদেও দর্শকের সাড়া পেয়ে খুব ভালো লাগছে। সত্যি বলতে, আমরা দর্শকের জন্য কাজ করি। সেখানে তারা যখন একটি কাজ পছন্দ করেন তখন পরবর্তিতে আরো একটি কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। এবারের ঈদে তিশার ‘এই শহরে কেউ নেই’ টেলিছবিটি দর্শকের কাছে বেশ প্রশংসা পাচ্ছে। এই টেলিছবিতে বগুড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসা একজন সহজ সরল মেয়ে মিতির চরিত্রে অভিনয় করেছেন তিশা। এতে তার বিপরীতে ছিলেন তৌসিফ।

টেলিছবিটিতে নিজেকে ভেঙেছেন বলেও জানান এই অভিনেত্রী। তা কেমন? এই প্রশ্নের উত্তরে তিশা বলেন, যারা নিয়মিত আমার নাটকের দর্শক তারা নতুন এক তিশাকে পেয়েছেন ‘এই শহরে কেউ নেই’ টেলিছবিটিতে। এর গল্প বলা ও আমার উপস্থাপন সব কিছুতে নতুনত্ব ছিলো। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ঈদে প্রচার হওয়া ‘ভিতর বাহির’, ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’, ‘বোন’, ‘ছাত্র’, ‘হোম টিউটর’, ‘অমানুষ’ নাটকে অভিনয়ের জন্যও দর্শকরা তিশাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। এই সময়ে অনেক নির্মাতা তাকে দিয়ে অভিনয় করাবেন ভেবেই চরিত্র তৈরি করেন বলে জানান তিশা।

নির্মাতাদের কাছেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার ওপর আস্থা রাখার জন্য। আর তারই ফলস্বরূপ তিশা তার প্রায় সব কাজের জন্যই সাড়া পাচ্ছেন। তিশার মতে, একজন অভিনেত্রী হিসেবে দর্শকের কাছ থেকে অভিনয়ের জন্য সাড়া পাওয়াটাই যেন সবচেয়ে বেশি ভালোলাগার এবং অনেক বড় অর্জন। তিশা আগামীতে নিজেকে কিভাবে দেখতে চান? এই প্রশ্নের জবাবে বলেন, দর্শকের ভালোবাসাই আমার আগামীর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। আমি অভিনয়ের ক্ষেত্রে নিজেকে আরো ভাঙতে চাই।

একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবেই নিজেকে গড়ে তুলতে চাই। যারা আমার অভিনয়ের প্রতি আস্থা রেখে আমাকে নিয়ে কাজ করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই যেন আমি অভিনয়টা ভালোভাবে করে যেতে পারি। ঈদের ছুটি কাটিয়ে আবারো অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। তিশা একক নাটকেই বেশি ব্যস্ত থাকেন। তবে এর বাইরে এই অভিনেত্রী একটি ধারাবাহিকেও অভিনয় করছেন। এটি হচ্ছে জাকারিয়া সৌখিনের ‘তোমার গল্পে আমি’।

ধারাবাহিকটি প্রসঙ্গে তিশা বলেন, আমি সাধারণত ধারাবাহিকে অভিনয় করি না। কিন্তু এটির কাহিনি একটু ভিন্ন বলে অভিনয় করছি। দুই বোনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ হচ্ছে। এই নাটকে আমার বোনের চরিত্রে থাকছেন মম আপু। প্রথমবারের মতো তার সঙ্গে একই নাটকে কাজ করছি। বর্তমানে টিভি নাটকের গল্প ও মান নিয়ে নানা রকম মন্তব্য শোনা যায়। এই সর্ম্পকে তিশার অভিমত কি? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সেক্টরে সব কিছু ভালো হবে তেমন আশা করা যায় না। আমাদের এখন কমেডি গল্পের নাটক বেশি নির্মাণ হচ্ছে, এটিও সত্যি। বিশেষ করে টিভি ধারাবাহিকগুলোতে কমেডি গল্পই দেখা যায়। তবে আমি একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। সে ক্ষেত্রে নির্মাতাদেরও বিভিন্ন গল্পের নাটক নির্মাণে আগ্রহী হতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে