ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কে আগুন, কে পানি?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১০:১৬:২১
কে আগুন, কে পানি?

‘আগুন পানি’ হলো আসিফ আকবরের প্রকাশ হতে যাওয়া গানের শিরোনাম। ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।

এবারই গান-অভিনয় জগতের ‍দুই তারকা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। মাসখানেক আগে হয়ে গেছে শুটিং। সম্পাদনাও শেষ। এখন প্রকাশের পালা।

কিছুদিন আগে এক ভিডিও বার্তায় ‘আগুন পানি’ নিয়ে মজার অভিজ্ঞতা শেয়ার করেন আসিফ। জানান, মৌসুমী তার চেয়ে লম্বা হওয়ায় শুটিং-এ বেশ বিপত্তিতে পড়তে হয়েছিল। কৌশলে খানিকটা লম্বা দেখানো হয়েছে ‘ও প্রিয়া’ গায়ককে।

‘আগুন পানি’র কথা ও সুর করেছেন তরুণ মুন্সি। ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে একাধিক ভিডিওতে দেখা গেছে আসিফ আকবরকে। এর মধ্যে কয়েকটি গান ইউটিউবে ১০ লাখ ভিউ-এর ঘর অতিক্রম করেছে। সামনে আরো কিছু ভিডিওতে দেখা যাবে এ গায়ককে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে