ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিকিনি পরায় আক্রমণ হিনা খানকে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৮ ১০:১০:০৩
বিকিনি পরায় আক্রমণ হিনা খানকে

হিনা কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এটা কী ধরনের পোশাক এবং ছবি বলেও তোলা হয় প্রশ্ন। পাশাপাশি ‘আমাদের ধর্মের উপর সম্মান প্রদর্শন করুন’ বলেও আক্রমণ করা হয় হিনাকে। সেই সঙ্গে চলে অপমান। যদিও, আক্রমণের মুখোমুখি হয়েও এ বিষয়ে টু শব্দও করেননি হিনা খান।

‘ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়’-এর ‘অক্ষরা’ বউমা থেকে বিগ বসের ঘরে হাজির হন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু, শেষ লপ্তে গিয়ে শিল্পা শিন্ডের কাছে পরাজিত হন হিনা খান। কিন্তু, বসের ঘর থেকে বেরোনোর পর থেকে অব্যাহত হিনা খানের জনপ্রিয়তা।

দেখুন হিনার সেই ছবি ও ভিডিও..

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে