ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে সুইডেন, জার্মানি-কোরিয়া এখনো ০-০

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ২১:৩০:১৭
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে সুইডেন, জার্মানি-কোরিয়া এখনো ০-০

সুইডেনের লেফট ব্যাক লাডউইগ অগাস্টিনসন দেশের পক্ষে তার প্রথম গোলটা করেছেন দারুণ প্রয়োজনের মুহূর্তে। খুব কাছ থেকে ভলিতে মেক্সিকোর জালে বল জড়িয়ে ১-০ গোলে দলকে এগিয়ে নিলেন তিনি। ৬২ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করলেন সুইডিশ অধিনায়ক আন্দ্রিয়াস গ্রাংকভিস্ট। বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ 'এফ' এর শেষ ষোল নিশ্চিত করার ম্যাচ দুটি শুরু হয়েছে। মেক্সিকোর পয়েন্ট ৬, সুইডেন ও জার্মানির ৩ করে। কোরিয়ার ০।

এই গ্রুপ থেকে কোরিয়ারই কেবল সম্ভাবনা কম। কিন্তু বাকি তিন দলেরই শেষ ষোলতে যাওয়ার সুযোগ। কিন্তু যাবে তো দুটি। জার্মানি ওদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও কোরিয়ানদের বিপক্ষে প্রথমার্ধে চ্যাম্পিয়নের মতো খেলতে পারেনি। দুই জয়ে এগিয়ে থাকা গ্রুপ লিডার মেক্সিকোর ড্র হলেই চলে। কিন্তু সুইডেনকে তো জিততে হবে। মরিয়া আক্রমণে প্রথমার্ধেই এক গোল পেতে পারতো তারা। তা হয়নি। ০-০ প্রথমার্ধ শেষে আরো উজ্জীবিত হয়ে বিরতির পর মাঠে তারা এবং লক্ষ্যভেদে সফল।

মেক্সিকোর বড় ডি বক্সে খুব গোছানো একটি আক্রমণে গোল আদায় করে নিয়েছে সুইডিশরা। ডান প্রান্তে শেষে ভিক্টর ক্লায়সেনের ক্রস বাঁ দিকে গোল বক্সের খুব কাছে লাডউইগ অগাস্টিনসনের কাছে গেল। সময় না নিয়ে ভলি তার। খুব কঠিন অ্যাঙ্গেল থেকে। গোলরক্ষক ওচোয়া ঠেকাতে ঠেকাতেও শেষ পর্যন্ত পারলেন না। ৫০ মিনিটের সময় পাওয়া ওই গোলে আরো প্রাণ পেয়ে সুইডিশরা ঝাঁপিয়ে পড়ে মেক্সিকানদের উপর।

জার্মানি ওদিকে গোলের জন্য যখন হা পিত্যেশ করছে তখন ৬২ মিনিটে আরো একটি গোল সুইডেনের! তাদের অধিনায়ক আন্দ্রিয়াস গ্রাংকভিস্ট ২-০ গোলের লিড এনে দিলেন দলকে। এবারের টুর্নামেন্টে পেনাল্টি থেকে এটি তার দ্বিতীয় গোল। ১২ মিনিটে ২ গোল সুইডেনের। ওদিকে তখনো কাজানে কোরিয়া-জামার্নি ম্যাচ গোলশূন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে