ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মা বলেছিলেন, 'একটা গোল করিস রোহো'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১৯:০২:৩০
মা বলেছিলেন, 'একটা গোল করিস রোহো'

এরপর একটু ধাতস্ত হয়ে রোহো কি বললেন সেটাই বলছিলেন মা কারিনা, 'ও বললো, ওই গোল নাকি আমার প্রাপ্য। ও গোলটা আমার জন্যই করেছে। সেই সাথে বলেছে আমাকে সে কতোটা ভালোবাসে।' নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শেষটায় রোহোর গোলেই জিতেছে আর্জেন্টিনা। ২-১ গোলের জয়ে শেষ ষোলতে গেছে লিওনেল মেসিদের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল।

কিন্তু মায়ের একটি কথা রাখতে পারলেও আরেকটি রাখতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের ২৮ বছরের তারকা ডিফেন্ডার। কি সেটি? মা বলেছিলেন, এদিন মেসি যেন ২টি গোল করতে পারে সেদিকে চোখ রাখিস ছেলে। ছেলে চেষ্টা করেছেন। মেসিই প্রথম গোলটি করেছেন। ১-০ তে লিড নিয়ে দেশে ফেরার বিমানের টিকিট কাটাটা তখনকার মতো থামিয়ে দিয়েছিলেন ভিনগ্রহের ফুটবলার। এরপর তো নাইজেরিয়া পেনাল্টিতে সমতা আনলো। আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে এমন মুহূর্তে খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে রোহোর ঐতিহাসিক গোল। যে গোলে বিদায়ের বদলে নক আউট পর্বে আর্জেন্টিনা।

'আমি ওকে (রোহো) বলেছিলাম, তুই একটা গোল করিস। আর দেখিস, মেসিও যেন দুইটা গোল পায়। লিওকে নিয়ে ও কতো কথাই না বলে। কিন্তু মেসি একটা মিস করল।' রোহোর মা কারিনা বলছিলেন, আগের ম্যাচে খেলার সুযোগ না পেয়ে তার ছেলেটার খুব মন খারাপ ছিল। কিন্তু এটাই জীবন, মনে করিয়ে দিয়ে জন্মদাতা কারিনা রোহোকে সাহস যুগিয়েছিলেন এভাবে, 'মার্কোসের খুব মন খারাপ ছিল। আগের ম্যাচটাতে যে খেলতেই দিল না ওকে। ওই ম্যাচ দল হেরে যাওয়ার পর ওর মন আরো খারাপ হয়ে গিয়েছিল...আমি ওকে বলেছিলাম, এরকম হয়ে থাকে। ওই ম্যাচে খেলতে পারিসনি তো কি হয়েছে পরের ম্যাচে খেলে গোল করিস।' কারিনা অবশ্য একটু অবাকই হয়েছেন, 'ও কিন্তু ওর অপেক্ষাকৃত দুর্বল পায়েই গোলটা করেছে।'

তাতেই কি অবিশ্বাস্যভাবেই না জাতীয় নায়কের মর্যাদা রোহোর! আর মা যে দুনিয়ার সবচেয়ে বড় প্রেরণা তাও তো প্রমাণ করে ছাড়লেন আর্জেন্টাইন বীর।

সূত্র : ওলে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে