ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মেসি বলেছিল যে’ই সুযোগ পাবে শট নিয়ে নেবে : রোহো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১৮:৫৪:৫৯
মেসি বলেছিল যে’ই সুযোগ পাবে শট নিয়ে নেবে : রোহো

ম্যাচের ১৪তম মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে প্রথম লিড পায় আর্জেন্টিনা। পরে ভিক্টর মোসেসের গোলে সমতা ফেরায় নাইজেরিয়া। শেষদিকে মনে হচ্ছিল ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর্জেন্টাইনদের, বাদ পড়তে হবে প্রথম পর্ব থেকে। ঠিক তখনই আসে রোহোর গোল, উল্লাসে ফেটে পড়ে সারা বিশ্বের কোটি আর্জেন্টাইন সমর্থক।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে রোহো বলেন, ‘বিরতির সময় মেসি আমাদের অনেক উৎসাহ দিয়েছে। আমাদের গোলের জন্য তাগিদ দিয়েছে। সে বলছিল, ‘হয়তো এখনই হবে না হয় আর কখনোই না। আমরা সবাই আক্রমণ করবো, যেই সুযোগ পাবো শট নিবো।’ মেসির এই কথাতেই আমাদের মনোবল আরও বেড়ে গিয়েছিল।’

রোহো আরও যোগ করেন, ‘মেসি আমাদের অধিনায়ক। সে আমাদের নেতা। মেসি বিশ্বের সেরা অধিনায়ক। জয়সূচক গোল করাটা আমার জন্য বিশেষ অনুভূতি। আমরা হয়তো গোল খেয়ে যেতাম কিন্তু মেসি জয়ের জন্য একরোখা ছিল। জয়ব্যতীত কিছু ভাবেওনি সে। সে ও মাচেরানো আমাকে বলছিল সামনে দৌড়াতে। গোল করার অবস্থায় থাকলে অবশ্যই বারে শট নিতে। মেসি নেতা, মেসি সেরা।’

নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়ার্ধের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। শনিবার শেষ ষোলর ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে