ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

নকআউটের চমক নতুন রঙের বল ‘টেলস্টার মেছতা।’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১৮:৪৯:২৩
নকআউটের চমক নতুন রঙের বল ‘টেলস্টার মেছতা।’

নকআউট রাউন্ডকে কেন্দ্র করেই নতুন উদ্যোগ নিয়েছে বিশ্বকাপের বল সরবরাহকারী প্রতিষ্ঠান এডিডাস। গ্রুপ পর্বের সেই বল দিয়ে নয় নতুন রঙের বল দিয়েই হবে নকআউট পর্বের সকল ম্যাচ।

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে সাদা-কালো রঙের টেলস্টার বলে খেলা হলেও গতকাল এডিডাস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নকআউট পর্বের বলের উদ্বোধন করে।

এই বলের ভিন্নতা শুধুমাত্র রঙে। কালোর বদলে উজ্জ্বল লাল-সাদা বলে খেলা হবে দ্বিতীয় রাউন্ডে। আর এই বলের নাম দেওয়া হয়েছে ‘টেলস্টার মেছতা।’ তবে গ্রুপ পর্বের পর বল পরিবর্তন এই প্রথম না। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালেও ভিন্ন বলে খেলা হয়েছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে