ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

২য় দিনের খেলা শেষ; কোন দলের অবস্থান কেমন জানুন বিস্তারিত...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১৮:৪২:৩৫
২য় দিনের খেলা শেষ; কোন দলের অবস্থান কেমন জানুন বিস্তারিত...

তুষার ইমরান ১২ এবং মোসাদ্দেক হোসেন ৮ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন। এর আগে ৮ উইকেটে ৪৪৯ রানের পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করে সফরকারী শ্রীলংকা।

দলের পক্ষে সর্বোচ্চ ১৬৭ রান করেন লাহিরু থিরিমান্নে। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৪টি এবং আবু হায়দার রনি ২টি উইকেট নেন।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ওপেনার সৌম্য সরকার এবং সাদমান ইসলাম। সাদমান অপরপ্রান্ত ধরে ধরে খেললেও সৌম্য সরকার হাত খুলে খেলতে থাকেন।

৪ বাউন্ডারি হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেও উইকেট ছুঁড়ে দেন তিনি। ১৭ বলে ২১ রান করে থারাকার বলে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এর খানিক পরই সাদমান ইসলামও বিদায় নেন মাত্র ১ রান করে। এরপর তুষার এবং মোসাদ্দেক হোসেন মিলে দিনের খেলা শেষ করেন।

বাংলাদেশ ‘এ’ দল:মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা ‘এ’ দল একাদশঃলাহিরু মিলানথা, দিমুথ করুনাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, শাম্মু আশান, প্রবাথ জয়াসুরিয়া, নিসালা থারাকা, লক্ষ্মণ সান্দাকান, শিহান মাদুশাংকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে