ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

রনি-খালেদ এর জোড়া আঘাতে বেকায়দায় শ্রীলঙ্কা দেখুন সর্বশেষ স্কোর...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১৫:৪১:৪০
রনি-খালেদ এর জোড়া আঘাতে বেকায়দায় শ্রীলঙ্কা দেখুন সর্বশেষ স্কোর...

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত এই ম্যাচে খেলতে নেমে বল হাতে ভালো শুরু পেয়েছিলেন বাংলাদেশ 'এ' দলের পেসার খালেদ আহমেদ। দলের পক্ষে একাই তিন উইকেট নেন এই পেসার।

এদিকে দ্বিতীয় দিন প্রথম সেশনে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে সফরকারীরা। টাইগার বোলারদের বিপক্ষে দেখে শুনে খেলে প্রথম সেশনেই দলীয় ২০০ পার করে শ্রীলংকা।

আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২৫০ রানের পুঁজি পায় শ্রীলংকা। এই দুজনের ব্যাটেই লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা।

লাঞ্চের পর সেঞ্চুরির স্বপ্ন দেখতে থাকা চারিথ আসালঙ্কা রান আউটের ফাঁদে পরেন। ৯০ রানে তাকে রান আউট করে বিদায় করেন সৌম্য সরকার। মাঝে অবশ্য দলীয় ৩০০ পার করে তারা।

নতুন ব্যাটসম্যান আসান শাম্মুর সঙ্গে আবারও জুটি বাঁধেন থিরিমান্নে। দুজন মিলে জুটি গড়ে দলীয় দলকে ৪০০'র উপর নিয়ে যান। খানিক পর শাম্মুও তুলে নেন ফিফটি।

এরপর ব্যক্তিগত ৭০ রানে আবু হায়দার রনির প্রথম শিকার হয়ে বিদায় নেন তিনি। এর খানিক পর বোলিংয়ে এসে নিজের চতুর্থ উইকেট তুলে নেন খালেদ আহমেদ।

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৯ রান। লাহিরু থিরিমান্নে ১৬৯ রানে ক্রিজে অপরাজিত আছেন।

বাংলাদেশ ‘এ’ দল:মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা ‘এ’ দল একাদশঃলাহিরু মিলানথা, দিমুথ করুনাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাংকা, শাম্মু আশান, প্রবাথ জয়াসুরিয়া, নিসালা থারাকা, লক্ষ্মণ সান্দাকান, শিহান মাদুশাংকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ