ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

প্রোমোশন পাচ্ছেন বাটলার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১২:১৫:০৫
প্রোমোশন পাচ্ছেন বাটলার

দিবা রাত্রির টি-টুয়েন্টি ম্যাচটি শুরু হবে বুধবার দিন বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে। তবে বির্মিংহামে অজিদের এক চুলও ছাড় দিতে চাইবে না ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ড।

আর এই যাত্রায় অস্ট্রেলিয়ার জন্য প্রথম দুঃসংবাদ হচ্ছে টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামবেন এই মুহুর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ ফর্মে থাকা জশ বাটলার।

সিরিজের শেষ ম্যাচে বাটলারের সেঞ্চুরির কাছেই পরাস্ত হতে হয়েছিলো অজিদের। জানিয়ে রাখা ভালো, ওয়ানডে, টেস্ট এবং ফ্রেঞ্চাইজি টি-টুয়েন্টি মিলিয়ে শেষ ১৪ ইনিংসে বাটলারের গড় একশ'র বেশি (১০৮)।

এবার সেই বাটলারকেই তুরুপের তাস বানাচ্ছেন ভারপ্রাপ্ত ইংলিশ কোচ পল ফারব্রেস। 'সে (বাটলার) আগামীকাল ওপেন করবে। টি-টুয়েন্টি ক্রিকেটে আপনি চাইবেন আপনার সেরা স্ট্রাইকার সবচেয়ে বেশি বল খেলুক। সে যেমন ফর্মে আছে তাতে তাকে ওপেনার হিসেবে নামানই যায়।'

এদিকে ম্যাচ জয়ের স্পৃহায় উম্মাদ অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। জয় ছিনিয়ে আনতে আশাবাদী তিনিও। তবে মাঠের ক্রিকেটের বাইরেও লড়াই দেখা যাবে বির্মিংহামে।

কেননা ফুটবল বিশ্বকাপের ম্যাচ বড় স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করা হবে স্টেডিয়ামে। আয়োজকরা চায় একই সাথে দুই খেলায় যেন মন দিতে পারে মাঠে আসা দর্শকরা।

সম্ভাব্য একাদশঃ-

ইংল্যান্ডঃ- জশ বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, জনি বেয়ারস্টো, ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকট, আদিল রশিদ, ডেভিড উইলি

অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডার্সি শর্ট, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, নিক ম্যাডিনসন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, মার্কাস স্টোনিস / মিচেল সুইপসন, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু তাই, বিলি স্ট্যানলেক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে