ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মহানায়করা হারায় না

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১২:০৬:৪৩
মহানায়করা হারায় না

১৪ মিনিটে ডেডলক ভাঙ্গার পর দারুণ উজ্জীবিত আলবিসেলেস্তেরা। স্পটলাইটে আবারো মেসি। ৩৩ মিনিটে দারুণ এক ফ্রি কিক। কিন্তু, ভাগ্যদেবীর ঈর্ষায় লিডটা দ্বিগুণ হয়নি আর্জেন্টিনার।

গ্যালারি জুড়ে তখন আকাশী নীল জার্সির ঢেউ। ম্যাচের বয়স যখন ৪৯ মিনিটের ঘরে রেফারি পেনাল্টি দেয় নাইজেরিয়াকে। টিভি রিপ্লেতে দেখে অনেকের মনে প্রশ্ন বাধে এটি সঠিক পেনাল্টি কিনা। তবে, সুযোগ ঠিকই কাজে লাগিয়ে সমতায় ফেরা সুপার ঈগলরা।

আবারো চাপে পড়ে আর্জেন্টিনা। ছন্দ হারায় আলবিসেলেস্তেরা। গ্যালারি থেকে শুরু করে ভয় আর শিহরণে কাতর আর্জেন্টিনার সমর্থকরা। আবেগটা হয়তো বুঝতে পেরেছে মেসি মারিয়ারা। গোলে আদায়ে প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু, হচ্ছিলোই না। রক্তাক্ত মাশআরেনো। রক্তাত্ব হয় সমর্থকদের হৃদয়। কিন্তু, গোলে যে আরেক একটা চাই চাই। কারণ রোস্তব অ্যারেনায় তখন আইসল্যান্ড-ক্রোয়েশিয়ার ম্যাচ ১-১ সমতায়। আর্জেন্টিনার এ ম্যাচেও ড্র করলে, ২০০২ সালের পর গ্রুপ পর্বে থেকেই বিদায় নিতে হবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের তখন ১০ মিনিট বাকি একি করলেন হিগুইয়েন? আরেকটা সম্ভাবনার মৃত্যু। আর্জেন্টিনার বিদায় তখন সন্ধিক্ষণে। ঘড়ির কাটায় আর মাত্র ৪ মিনিট। এমন সময় মার্কো রোহোর স্বপ্নীল গোল। বুনো উল্লাসে মেতে উঠলো আর্জেন্টিনা। হাফ ছেড়ে বাঁচে সমর্থকেরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে