সেরা অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা ভাসালেন রোহো
কিছুই ভালো যাচ্ছিল না মেসিদের। নবাগত আইসল্যান্ডের বিপক্ষে হার আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার। দ্বিতীয় রাউন্ডে যেতে জয়ের কোন বিকল্প নেই। আর এর মাঝেই এল নাইজেরিয়ার জয়। বেঁচে উঠল নিভু নিভু আশা। সেই আশার ভেলায় উত্তাল সমুদ্র পাড়ি দিতে আজ নেমেছিলেন মেসি। ছোট্ট ডিঙি নৌকার হাল ধরতে হয়েছিল তাঁকেই।
এ এমন এক ম্যাচ, জানতেন, দলকে নির্ভার রাখতে এগিয়ে নিতে হবে। গোল করতেই হবে। চাপের মধ্যে আর্জেন্টিনা ভেঙে পড়বে আবার। মেসি একটাই সুযোগ পেলেন। কঠিনতম এক সুযোগ। প্রায় মাঝমাঠের একটু সামনে থেকে হাওয়ায় ভেবে আসা লং বল। এভার বানেগা বুঝতে পেরেছিলেন, বক্সের মাথায় মেসি আছেন। খুব বিরল সময়ের জন্য, যেখানে মেসির পাশে চারজন নেই।
নাইজেরিয়ার হিসেব ছিল, বল আরেকটু ওপরে তুললে পরেই না মেসির কাছে আসবে পাস। তখন দেখা যাবে। বানেগার বলটা নাইজেরিয়ান প্রহরীদের দর্শক বানিয়ে চলে এল মেসির কাছে। মেসি বিশ্বস্ত বাঁ পায়ের ঊরুতে হালকা ছোঁয়ায় বলটাকে আগে শান্ত করলেন। পড়ন্ত বলে বুটের আলতো টোকায় সামনে বাড়ালেন। ছুটকে থাকা বলে নিলেন শট। কী এক অবিশ্বাস্য গোল। এরপর চলে গেলেন একা সীমা রেখার কাছে। গোলের পর যা করেন, স্বর্গের দিকে তাকালেন। প্রয়াত দাদি শুধু নয়, এবার যেন তা সৃষ্টিকর্তার দিকেও তাকানো। দুই হাত ওপরে, তর্জনী উঁচিয়ে।
শেষ পর্যন্ত ম্যাচের নায়ক অবশ্যই মেসি নন। মার্কোস রোহো যোগ্যতম হিসেবেই ম্যাচের সেরা খেলোয়াড়ের দাবিদার। ওই মুহূর্তে ওই গোলটা না করলে এখন আর্জেন্টিনার এলিজি লিখতে হতো সারা বিশ্বকে। হয়তো লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায়েরও সমাপ্তি। রোহো মেসিকে আরেকটি সুযোগ দিলেন। হবেও না জেনে আরও একটু বুক বাঁধার সাহস দিলেন সমর্থকদের। কে জানে, হতেও তো পারে!
এমন ম্যাচের পরও রোহো নিজে কিন্তু কৃতিত্ব নিলেন না। বললেন,
মেসিই আজ তাঁদের ‘আর্জেন্টিনার মতো’ খেলতে অনুপ্রাণিত করেছে। মাঝবিরতি শেষে মাঠে নামার আগে টানেলে সবাইকে ডেকে নিয়ে মেসি কী যেন বললেন। মেসি এমন উজ্জীবনা বাণী দিচ্ছেন সতীর্থদের, আগে কে কবে দেখেছে! রোহো জানালেন, কী মন্ত্র তখন পড়ে দিয়েছিলেন মেসি, ‘মেসি এসে বলল, আমরা সবাই যেন শান্ত থাকি। কেন যেন উদ্বেগে না ভুগি। আমরা সত্যি নার্ভাস ছিলাম। ওর ওই কথাগুলো খুব কাজে এসেছে। বিশেষ করে আমার জন্য। আমার আত্মবিশ্বাস এক পলকে বেড়ে গিয়েছিল।’
রোহো নিজে হারিয়ে যেতে বসেছিলেন। ক্লাব ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকেই নামছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে শক্ত জায়গা পাচ্ছেন না মাটির নিচে। কে জানে, আজকের ম্যাচ জেতানো সেই গোল রোহোকে ফিরিয়ে আনবে কি না! যেমনটা ছিলেন চার বছর আগের বিশ্বকাপে। রোহো আত্মবিশ্বাসী। আর এই রসদ যে অধিনায়ক দিয়েছেন, তাঁর প্রতি কৃতজ্ঞার শেষ নেই, ‘মেসি আমাদের অধিনায়ক। মেসি বিশ্বের সেরা অধিনায়ক। আর আমিও ওই গোলটা করতে পেরে ধন্য। কী অবিশ্বাস্য লাগছে!’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হুহু করে বাড়ছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- শেষ হলো বৈঠক, বিসিবিকে সিদ্ধান্ত জানালেন তামিম
- ব্রেকিং নিউজ: তাসকিনের পর আইপিএলে নাহিদ রানা
- আরও বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- আজ ১২/০১/২০২৫, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট
- সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করল সেনাবাহিনী, বেরিয়ে এলো আসল সত্য
- বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ : দেশে ফিরছেন শেখ হাসিনা, দেশজুড়ে চাঞ্চল্য, বেরিয়ে এলো আসল সত্য
- আজ ১০/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি
- আজ ১১/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজ ১১/০১/২০২৫, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট
- আজ ১৫/০১/২০২৫ তারিখ, বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আজ ১২/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- হুট করে কমলো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত