ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

নক আউটে যার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা.?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১১:৫০:৫৫
নক আউটে যার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা.?

আর্জেন্টিনাকেই নক আউটের প্রতিপক্ষ পেয়েছে ফেভারিট ফ্রান্স। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন এমবাপে-গ্রিজম্যানের দল, আর ‘ডি’ গ্রুপের রানার্সআপ মেসি-রোহোর দল লড়বে কোয়ার্টারের টিকিট পেতে। ৩০ জুন রাত ৮টায় ম্যাচ হবে কাজানে।

সেখানে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া সেরা ষোলোতে লড়বে ‘সি’ গ্রুপের রানার্সআপ ডেনমার্কের বিপক্ষে। ১ জুলাই রাত ১২টায় মুখোমুখি হবে দুদল।

আর্জেন্টিনা প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে আইসল্যান্ডের বিপক্ষে। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে যায় ৩-০তে। নক আউটের টিকিট পেতে গ্রুপপর্বের শেষ ম্যাচে জিততেই হতো। নাইজেরিয়াকে তাতে ২-১ গোলে হারিয়েছে মেসির দল। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার পয়েন্ট তাতে ৪।

ফ্রান্স অস্ট্রেলিয়াকে হারায় ২-১ গোলে। পেরুর বিপক্ষে জেতে ১-০তে। শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র করে ৭ পয়ন্ট নিয়ে ‘সি’ গ্রুপে সেরা হয়েছে।

ক্রোয়েশিয়া সেখানে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে সেরা। আর্জেন্টিনাকে ৩-০দে হারানোর ছাড়া নাইজেরিয়াকে ২-০ ব্যবধানে উড়িয়ে দেয় মদ্রিচের দল। শেষ ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে জিতেছে ২-১ গোলে।

ডেনমার্ক ‘সি’ গ্রুপে পেরুর বিপক্ষে ১-০তে জিতেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র আর ফরাসিদের বিপক্ষে গোলশূন্য ড্র করে ৫ পয়েন্ট গ্রুপ রানার্সআপ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে