ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

অসম্ভবকে সম্ভব করে, নাইজেরিয়াকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে যা বললেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৭ ১১:২৮:২৯
অসম্ভবকে সম্ভব করে, নাইজেরিয়াকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে যা বললেন মেসি

‘আমি জানতাম ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আর তিনি আমাদের ছেড়ে যাবেন না,’ মেসি বলেন, ‘এই ম্যাচটি জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এভাবে জেতাটা দারুণ ব্যাপার। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

আর্জেন্টিনা এদিন নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পরে ৮৬তম মিনিটে মার্কোস রোহো গোল করে দলকে এগিয়ে দেন।

অন্য ম্যাচে আইসল্যান্ডকে ১-২ গোলে হারিয়ে ক্রোয়েশিয়া ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। তারা খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ ডেনমার্কের বিপক্ষে। মেসিরা খেলবে ওই গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ম্যাচ শেষে মেসি বলেন, ‘যারা এখানে এবং দেশে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। জাতীয় দলের জার্সিটাই সবার উপরে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে