ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সাবিলার নূরের নতুন প্রেমিক কে এই নেহাল!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১৮:০৩:৩৩
সাবিলার নূরের নতুন প্রেমিক কে এই নেহাল!

অ্যালেনের সঙ্গে বছর খানেক প্রেমের সমাপ্তি ঘটলে আসে নতুন প্রেম। আসিফ নূর নামের সেই ছেলে শোবিজের কেউ না। যতদূর জানা যায় সাবিলা নূরের সঙ্গে তাঁর পরিচয় বিশ্ববিদ্যালয় থেকে। ফেসবুকে নানা সময়েই ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন দুজনে। এমনকি ঢাকার বাইরের শুটিংয়েও সঙ্গী হতেন আসিফ। কিন্তু এই প্রেমও এক সময় শেষ হয়ে যায়। মাঝে বেশ কয়েকদিন আপসেট হয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন। সাংবাদিক কিংবা শোবিজের কারো ফোনও রিসিভ করতেন না।

ঠিক সে সময় একটি নগ্ন ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়। অনেকেই বলছিলেন ভিডিওটি সাবিলার। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে সেই ভিডিওর মেয়েটি সাবিলা নন।

এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর মা সে খবর গণমাধ্যমে নিশ্চিত করেন। মাসখানেক পর বাংলাদেশে ফেরেন। এবার ঈদের বেশকিছু প্রশংসিত নাটকেও অভিনয় করেছেন। শোবিজে নতুন খবর রটেছে, ফের প্রেমে পড়েছেন সাবিলা। ছেলের নাম নেহাল তাহের। তিনি একটি বেসরকারী টিভি চ্যানেলে কর্মরত আছেন। তবে এ ব্যাপারে সাবিলা এখনো কিছু বলেননি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে