ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

কোন পরিবর্তন নিয়ে সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল ?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১৬:৪৩:৩০
কোন পরিবর্তন নিয়ে সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল ?

এ ম্যাচে কেমন হতে পারে ব্রাজিল একাদশ? একাদশে অনেকে পরিবর্তনের কথা অনুমান করলেও দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্টস’ জানিয়েছে, কোন পরিবর্তন আসছে না ব্রাজিলের একাদশে। অর্থাৎ কোস্টা রিকার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে ব্রাজিল, ঠিক সেই একাদশ নিয়েই সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ ম্যাচে একাদশে পরিবর্তন আনার কথা চিন্তা করলেও ডগলাস কস্তা হঠাৎ করেই উরুর ইনজুরিতে পড়ে যাওয়ায় উইলিয়ানকেই খেলাতে হবে তিতের। অন্যদিকে দানিলোও চোট সারিয়ে না ওঠায় ফ্যাগনারই একাদশে থাকবেন। আর গ্লোবো স্পোর্টের মতে, এ ম্যাচেও দলে জায়গা হবে না রবার্তো ফিরমিনোর।

‘গ্লোবো স্পোর্টসে’র দেয়া ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন (গোলরক্ষক), ফ্যাগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো; ক্যাসেমিরো, পাউলিনহো; নেইমার, কৌতিনহো, উইলিয়ান, জেসাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে