ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

স্বামী ‘মেসিকে’ উৎসাহ জোগাতে ছেলেসহ রাশিয়ায় রোকুজ্জো!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১৬:৪২:০৪
স্বামী ‘মেসিকে’ উৎসাহ জোগাতে ছেলেসহ রাশিয়ায় রোকুজ্জো!

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত বাজে পারফর্মেন্স করে যাচ্ছেন মেসি। একটিও গোলের দেখা পাননি। প্রথম ম্যাচে আইসল্যান্ডের মতো প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলের সঙ্গে ১-১ ড্র করেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে ক্রোয়োশিয়ার কাছে ৩-০ গোলে লজ্জাজনক হার!

এমন ব্যর্থতার পর মেসিদের ধুয়ে দিচ্ছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ছড়াচ্ছে নানা গুজব। একটি গোলের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন মেসি। কবে ধরা দিবে অধরা সেই গোল সেটি মেসি নিজেও হয়তো জানেন না। কিন্তু আগামী ম্যাচেই তার গোল চাই।

এমন মুহূর্তে স্বামীর পাশে থাকার সিদ্ধান্ত নিলেন রোকুজ্জো। আর্জেন্টিনা দলকে খাদের কিনারা থেকে বের করে আনার গুরু দায়িত্ব মেসির কাঁধে। আর তাকে সাহস যোগানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আন্তনেল্লা রোকুজ্জা।

২৪শে জুন মেসির জন্মদিনে স্পেনেই অবস্থান করেছিল তারা। সোমবার স্পেনের এজেইজা এয়ারপোর্ট থেকে মধ্যরাতে রাশিয়ার বিমান ধরেন রোকুজ্জা এবং তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে