ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

লিটনের হুমকি সোহান?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১৩:৫২:৪৪
লিটনের হুমকি সোহান?

মুশফিকুর রহিম দলের অটো চয়েজ এবং খেলবেন একজন ব্যাটসম্যান হিসেবে। যেকারণে উইকেটের পেছনে থাকতে হবে লিটন অথবা সোহানকে।

তবে সোহানের তুলনায় লিটনকেই এগিয়ে রাখবেন নির্বাচকরা। কারণ টেস্ট দলের নিয়মিত সদস্য তিনি। যদিও সম্প্রতি সময়ে ব্যাট হাতে তার পারফর্মেন্স নজরকাড়া নয়, তবে গ্লাভস হাতে বেশ সফল তিনি।

অন্যদিকে এখন পর্যন্ত ক্যারিয়ারের ১টি টেস্ট খেলা সোহানকেও এই সিরিজ দিয়ে পরখ করে দেখতে পারেন নির্বাচকরা। ২০১৬ সালে সর্বোশেষ টেস্ট খেললেও এই সিরিজ দিয়েই জাতীয় দলে আবারও জায়গা করে নিতে পারেন তিনি।

একাদশে জায়গা না পেলেও দলের সঙ্গে নিয়মিত আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর লিটন কুমার দাসের ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারাটা সুযোগ বয়ে আনতে পারে সোহানের জন্য।

আর সোহান দলে আছেন ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। যদি কোনভাবে লিটন ইনজুরিতে পরেন তাহলে সোহানকে কাজে লাগাতে পারবে টাইগাররা। এই হিসেবেই তিন কিপার নিয়ে উইন্ডিজ গিয়েছে টাইগাররা।

তবে লিটনকে প্রথম টেস্টের একাদশে রেখেও দিতে পারেন নির্বাচকরা। যদি প্রথম টেস্টে লিটন ব্যর্থ হন তাহলে দ্বিতীয় টেস্টে সুযোগ মেলতে পারে তার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।

আবার উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচের পারফর্মেন্সের বিচারেই একাদশ ঠিক করা হবে প্রথম টেস্টের। তাই সোহান এবং লিটন দুজনই চাইবেন নিজের সেরাটা দিয়ে দলে জায়গা করে নিতে।

এদিকে যদি মুশফিকুর রহিমকে কিপিংয়ের দায়িত্ব দেয়া হয় তাহলে সাইড বেঞ্চে বসতে হবে দুজনকেই। সেক্ষেত্রে এখন বাড়তি ব্যাটসম্যান বা বোলারকে একাদশে রাখতে পারবেন নির্বাচকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে