ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বিরতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ,দেখেনিন সর্বশেষ স্কোর.....

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১৩:১৩:৫৭
বিরতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ,দেখেনিন সর্বশেষ স্কোর.....

বলে নেমে শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশের দুই পেসার আবু হায়দার রনি এবং খালিদ অাহমেদ। দলীয় ১২ রানের মাথায় উইকেটের দেখা পায় বাংলাদেশ। লাহিড়ু মিলান্থাকে ক্যাচ আউট করেন তরুণ পেসার খালিদ অাহমেদ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেটে ২৭ ওভারে ৬৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা এ দল। এখন ব্যাট করছে দিমুথ করুনারত্নে ৮৭ বলে ৪২ রান ও লাহিরু থিরিমান্নে ৫১ বলে ১৮ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে এই রির্পোট লেখার সময় শ্রীলঙ্কার ব্যাটিং স্কোর = ১ উইকেটে ২৭ ওভারে ৬৬ রান। এখন ব্যাট করছে দিমুথ করুনারত্নে ৮৭ বলে ৪২ রান ও লাহিরু থিরিমান্নে ৫১ বলে ১৮ রান। এছাড়াও ২৫ বলে ৪ রান করে আউট হলেন লাহিড়ু মিলান্থা।

বাংলাদেশের বোলিং স্কোর = আবু হায়দার রনি = ৪ ওভার বল করে দিয়েছেন ৪ রান। খালেদ আহমেদ=৬ ওভার বল করে দিয়েছেন ৬ রান,যার মধে্য ছিলো ৩ ওভার মেডেন ও ১ উইকেট। নাঈম হাসান = ৮ ওভার বল করে দিয়েছেন ২৭ রান। সাইফ উদ্দিন = ৬ ওভার বল করে দিয়েছেন ১৩ রান ১ ওভার মেডেন। নাজমুল ইসলাম অপু = ২ ওভার বল করে দিয়েছেন ৭ রান। মোসাদ্দেক হোসেন = ১ ওভার বল করে দিয়েছেন ৪৩ রান।

বাংলাদেশ একাদশ : মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, নঈম হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, প্রবাথ জয়সুরিয়া, লাকশান সান্দাকান, শিহান মাদুশাঙ্কা, নিসালা থারাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে