ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

দিব্যার কথাই শেষপর্যন্ত সত্যি হল শাহরুখের জীবনে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১২:৫৮:৩২
দিব্যার কথাই শেষপর্যন্ত সত্যি হল শাহরুখের জীবনে

সেসময় শাহরুখ সবে সবে যাত্রা শুরু করলেও, দিব্যা তখন তারকা। বেশ নামডাক হয়েছে তার। তবে 'দিওয়ানা'তে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার শিরোপা পান শাহরুখ। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। আজ বলিউড বাদশার ২৬ বছর পূর্তিতে এক পুরনো সাক্ষাৎকারে তার প্রথম সহ অভিনেত্রীর স্মৃতিচারণার কথা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

দিওয়ানা ছাড়াও 'দিল আসান হ্যায়' বলে আরও একটি হিন্দি ছবিতে দিব্যার বিপরীতে অভিনয় করেন শাহরুখ। পরবর্তীকালে ১৯৯৩ সালে এক দুর্ঘটনায় চিরকালের মত বিদায় নিতে হয় দিব্যাকে। দিব্যার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলেন তাকে খুন করা হয়েছিল, আবার কেউ বলেন সেটা নেহাতই দুর্ঘটনা। সে যাই হোক পরবর্তী কালে এক সাক্ষাৎকারে দিব্যার স্মৃতিচারণা করেছিলেন শাহরুখ। তিনি বলেন, 'আমি দিব্যার সঙ্গে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছি। আমার মনে আছে আমি তখন দিল্লিতে ছিলাম যে সময় দিব্যা মৃত্যু হয়। আমি খবরটা শুনে চমকে গিয়েছিলাম। যাইহোক সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করি।'

স্মৃতি চারণায় শাহরুখ আরও বলেন, 'আমি সিনেমার ডাবিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, সেসময় রতন জৈন আমায় বাজিগরের জন্য সই করাতে এসেছিল। তখন দিব্যা উঠে এসে আমায় বলেছিল, তোমার মধ্যে অভিনয়ের এক অন্যন্য প্রতিভা রয়েছে। আমি তখনও বুঝতে পারিনি ও (দিব্যা কী বলতে চাইছে)। '

সেসময় শাহরুখের প্রথম সহ অভিনেত্রীর দিব্যা ভারতীর সেই কথাকে আমরা খানিকটা ভবিষ্যৎবাণীর মতোই ধরে নিতে পারি। আর তাই হয়ত সেসময়ের সেই নবাগত শাহরুখ আজ ২৬ বছর ধরে একইভাবে বলিউডে রাজত্ব করে আসছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে