ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইতিহাস গড়ার ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি আইসল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১২:৫৪:১১
ইতিহাস গড়ার ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি আইসল্যান্ড

আশাবাদী জাতির প্রতিনিধি ফুটবল দলের বিপক্ষে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রস্তোভ অ্যারেনায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই শেষ ষোলতে যেতে ম্যাচ অবশ্যই জিততে হবে আইসল্যান্ডের। আর প্রার্থনা করতে হবে যেন একই সময়ে শুরু হওয়া ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় নাইজেরিয়া।

বিশ্বকাপে 'ডি' গ্রুপ থেকে এখন পর্যন্ত শেষ ষোল নিশ্চিত করেছে শুধুমাত্র ক্রোয়েশিয়া। বাকি তিন দল নাইজেরিয়া, আইসল্যান্ড ও আর্জেন্টিনা- সবারই সুযোগ আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। যেহেতু গ্রুপ ফেভারিট আর্জেন্টিনার ভাগ্য জড়িত তাই সবাই ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচে চোখ রাখবে।

আইসল্যান্ড ও আর্জেন্টিনার পয়েন্ট সমান, ১। নাইজেরিয়ার ৩। তাই ক্রোয়াটদের বিপক্ষে অবশ্যই জিততে হবে আইসল্যান্ডিকদের। অন্যদিকে আর্জেন্টিনার জয় প্রয়োজন দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার জন্য। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে আইসল্যান্ড। এদিনের ম্যাচের পরও যদি তা বজায় থাকে তবেই আইসল্যান্ড যেতে পারবে শেষ ষোলতে। কিন্তু নাইজেরিয়া জিতলে বাদ পড়ে যাবে আর্জেন্টিনা ও আইসল্যান্ড দুই দলই।

২০১৬ সালে নিজেদের প্রথম ইউরোতেও চমক দিয়েছিল আইসল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়েছিল, উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এবারও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনার বিপক্ষে। ২০০৬ ও ২০১৪ সালে বিশ্বকাপের বাছাইপর্বে চারটি ম্যাচে আইসল্যান্ড মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়ার। সর্বশেষ গতবছর দুই দলের শেষ দেখায় ১-০ গোলে জিতেছিল বিশ্বকাপে নবাগত দলটি।

এদিন পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারছে না ক্রোয়েশিয়া। মোট ছয় জন খেলোয়াড় আগে হলুদ কার্ড দেখেছিলেন। এদের মধ্যে আছেন মিডফিল্ডার ইভান রাকিতিচ, স্ট্রাইকার মারিও মানজুকিচ। ছয় জনের কাউকেই খেলাবেন না কোচ জ্লাতো দালিচ। সাথে বিশ্রাম পাচ্ছেন প্রথম দুই ম্যাচের নায়ক ও দলের অধিনায়ক লুকা মদ্রিচ এবং ডিফেন্ডার দেয়ান লোভরেন। তাই আইসল্যান্ডের সুযোগ থাকবে এই ম্যাচ থেকে ইতিবাচক ফল নিয়ে আসার।

১৯৯৮ সালের বিশ্বকাপের পর ইতিহাস গড়ে এই আসরের শেষ ষোলতে খেলছে ক্রোয়েশিয়া। অন্যদিকে আইসল্যান্ডের সামনে প্রথম বিশ্বকাপেই শেষ ষোলতে ওঠার সুযোগ। এবার দেখা যাক তারা ইতিহাস গড়তে পারে কিনা।

সূত্র : দ্য গার্ডিয়ান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে