ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে আইসল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ১১:২৭:৩১
একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে আইসল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে আর্জেন্টিনা

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা কারা থাকছেন হোর্হে সাম্পাওলি অবশ্য কোনো ধারণা দেননি। তবে আর্জেন্টিনা কোচ ধারণা না দিলেও তার সম্ভাব্য একাদশ ফাঁস হয়ে গেছে! গতকাল সকালে অনুশীলনের সময় সাম্পাওলির হাতে থাকা নোটবুকের ট্যাকটিক্সের ছবি নিয়ে ফেলেছেন আলোকচিত্ররা। সেই নোটবুকে ছিল একাদশের ছক। সেটা বিশ্লেষণ করে বের করা হয়েছে নাইজেরিয়ার বিপক্ষে কারা থাকছেন আর্জেন্টিনার সেরা একাদশে।

দেখা যাচ্ছে, নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসছে পাঁচ পরিবর্তন। ক্রোয়েশিয়ার বিপক্ষে আক্রমণভাগের তারকা ডি মারিয়া ও রক্ষণভাগের তারকা মার্কাস রোহোকে খেলাননি সাম্পাওলি। মাঝমাঠে এভার বানেগা ছিলেন সেরা একাদশে অনুপস্থিত। এই অভিজ্ঞ ফুটবলাররা ফিরছেন নাইজেরিয়ার বিপক্ষে।

কাবায়েরোর পরিবর্তে গোলবারের নিচে আসছেন আরমানি। ক্রোয়েশিয়ার বিপক্ষে শিশুসুলভ ভুল করে আর্জেন্টিনাকে ডুবিয়েছিলেন কাবায়েরো। আর সার্জিও আগুয়েরোর বদলে নাম্বার নাইন হিসেবে খেলবেন গঞ্জালো হিগুয়েইন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-৪-৩ ফরম্যাটে দল সাজিয়েছিলেন সাম্পাওলি। নাইজেরিয়ার বিপক্ষে নাকি এই ফরম্যাটেরও পরিবর্তন আনছেন তিনি। ডিফেন্সে শক্তি বাড়ানোর জন্য নাইজেরিয়ার বিপক্ষে ফরম্যাট হতে যাচ্ছে ৪-৩-৩। আক্রমণভাগে মেসির সঙ্গে ডি মারিয়া ও হিগুয়েইন।আর্জেন্টিনা শুরুর সম্ভাব্য একাদশ:-

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে