ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

নাটকীয় ড্র’য়ে গ্রুপ সেরা স্পেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ০২:১৫:৪২
নাটকীয় ড্র’য়ে গ্রুপ সেরা স্পেন

প্রতিপক্ষ মরক্কো বলে স্পেন দর্শকরা কি একটু নির্ভারই ছিলেন। মাঠে কিন্তু আসলে স্পেনের ঘাম ছুটিয়ে ছাড়ল মরক্কো। এবং কি দুই দুইবার এগিয়ে গেল তারা ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে। স্পেন যখন হারের শঙ্কা, যোগ করা সময়ে মহা নাটকীয় এক গোল পেল দলটি। ফলে ২-২ গোলে ড্র ম্যাচের।

সোমবার কালিনিনগ্রাদে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় ‘বি’ গ্রুপের ম্যাচটি। একই দিন একই সময়ে সারানস্কে খেলছে ‘বি’ গ্রুপের অপর দুই দল ইরান ও পর্তুগাল। উত্তেজনার যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফলে ‘বি’ গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা স্পেন। সমান ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ পর্তুগাল। শেষ ষোলতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন খেলবে ‘এ’ গ্রুপ রানার্সআপ রাশিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপ রানার্সআপ পর্তুগাল খেলবে উরুগুয়ের সঙ্গে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে