ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

৮৪ মিনিটে গোল করে ব্যব্ধান বাড়ালো মরক্কো(লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ০১:৪৭:৩৭
৮৪ মিনিটে গোল করে ব্যব্ধান বাড়ালো মরক্কো(লাইভ দেখুন)

আগের দুই ম্যাচে ১টিতে জয় ও ১টিতে ড্র স্পেনের। তাতে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। অন্যদিকে মরক্কো তাদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে। ইতিমধ্যে তাই মরক্কোর বিদায় নিশ্চিত হয়েছে। এই ম্যাচে জয় পেলে বা ড্র করলেই স্পেনের দ্বিতীয় পর্ব নিশ্চিত হবে। তবে হেরে গেলে থাকছে বিপদের শঙ্কা।

স্পেনের সমান ৪ পয়েন্ট ও পক্ষে বিপক্ষে সমান গোল নিয়েও দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। ফেয়ার প্লে ইনডেক্স অনুযায়ী এগিয়ে স্পেন। এখন স্পেন এ ম্যাচে হেরে গেলে তখন পর্তুগাল-ইরান ম্যাচের উপর ঝুলে যাবে দলটির ভাগ্য। ওদিকে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থাকা ইরানেরও থাকছে দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ। পর্তুগালকে হারিয়ে দিলেই তারা পেয়ে যাবে দ্বিতীয় পর্বের টিকিট।

প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে স্পেন। দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ গোলে জয় তাদের। মরক্কোর মুখোমুখি হওয়ার আগে স্পেনের পক্ষে কথা বলছে রেকর্ড। নিজেদের শেষ আট বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারেনি স্পেন। সেই হিসেবে তাদের দ্বিতীয় পর্বে উঠা তো সময়ের ব্যপারই। দেখার যাক ম্যাচে কি হয়। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।

২-১ এ এগিয়ে মরক্কো

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে