ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

এবার পেনাল্টি মিস করলেন রোনালদো! ৮০ মিনিট শেষে পর্তুগাল -ইরান ম্যাচের ফলাফল  live

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ০১:৩৭:৩৯
এবার পেনাল্টি মিস করলেন রোনালদো! ৮০ মিনিট শেষে পর্তুগাল -ইরান ম্যাচের ফলাফল  live

ম্যাচের স্কোরকার্ড ৮০ মিনিটের খেলা শেষে ম্যাচের ফলাফল : পর্তুগাল ১ পর্তুগাল একাদশ : রুই প্যাত্রিসিও (গোলরক্ষক), পেপে, রাফায়েল গুয়েরেইরো, হোসে ফন্তে, সেডরিক, আদ্রিয়েন, হোয়াও মারিও, আন্দ্রে সিলভা, উইলিয়াম কার্ভালহো, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক) ও রিকার্ডো কোয়ারেজমা।

ইরান একাদশ : আলিরেজা বেইরানভান্দ (গোলরক্ষক), এহসান হাজিসাফি, হোসেইনি, মোরতেজা পৌরালিগানজি, রামিন রেজাইয়েন, এজতোলাহি, ওমিদ ইব্রাহিমি, ভাহিদ আমিরি, মেহদি, আলিরেজা জাহানবাখশ ও সরদার আজমউন। ইরান ০। ম্যাচের ৪৫ মিনিটে এসে পর্তুগালের হয়ে গোলটি করেছে রিকার্ডো। ম্যাচের ৫২ মিনিটের সময় ডি বক্সে ফাউলের কারণে পেনাল্টির সুযোগ পান রোনালদো। কিন্তু ইরানের গোলকিপারের বুদ্ধিমাত্তায় পেনাল্টি থেকে কোনো গোল আদায় করতে পারেনি রোনালদো।

পর্তুগাল বনাম ইরানের খেলাটি সরাসরি অনলাইন থেকে লাইভ দেখতে ক্লিককরুন এখানে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে