ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

একরাতেই দুইজনকে বিয়ে!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৬ ০০:২৭:৩২
একরাতেই দুইজনকে বিয়ে!

বাশির মোহামেদ নামের এ তরুণ বলেন, তিনি আট মাস ধরে চেষ্টা চালিয়েছেন উভয়ই নারীর মন জয় করতে। অবশেষে দুইজনকেই একসাথে বিয়ে করতে সক্ষম হন। অন্য পুরুষদের উৎসাহিত করতে তিনি এমনটা করেছেন বলে জানান।

তিনি বলেন, দুইজনকে একসাথে আমি আমার বাড়িতে নিয়ে আসি। আমি তাদের দুইজনকে সরাসরি আমার ভালোবাসার কথা জানিয়েছে। তারা উভয়েই সন্তুষ্ট।

একসাথে দুইজনকেই বিয়ে করার কারণ হিসেবে বাশির বলেন, প্রথম থেকেই যাতে তারা একে অপরকে মেনে নিতে পারেন এবং পরষ্পরের প্রতি ঈর্ষান্বিত না হন। অনেক সন্তানের পিতা হতেই তিনি দুইজনকে বিয়ে করেছে বলেন।

প্রসঙ্গত, সোমালি সংস্কৃতিতে বহুবিবাহ প্রথাকে স্বাভাবিক হিসেবে দেখা হয়। তবে একদিনেই একসাথে একাধিক নারীকে বিয়ে করার ঘটনা ব্যতিক্রম।

তবে গত কয়েক বছর ধরে এ ধরণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাশির বলেন, ইদানিং সোমালি পুরুষদের মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে