ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সালাহর গোলে ইতিহাসের পথে মিসরের যাত্রার ইঙ্গিত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ২১:১৪:৩৩
সালাহর গোলে ইতিহাসের পথে মিসরের যাত্রার ইঙ্গিত

সৌদি আরবের বিপক্ষে সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু ম্যাচে ভক্তদের মন ২২ মিনিটেই দুর্দান্ত এক গোলে ভরিয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সালাহ। তার গোলে এই প্রতিবেদন লেখার সময় সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিসর। ভলগোগ্রাদে খেলতে থাকা এই দুই দল অবশ্য দুটি করে ম্যাচে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। তবে মিসর জিতলে সেটা হবে বিশ্বকাপ ইতিহাসে তাদের প্রথম জয়। আর সেই নতুন ইতিহাস লেখার ইঙ্গিত তো দিয়েই রাখলেন সালাহ।

মিসরের গোলকিপার ইসাম এল-হাদারি শেষ পর্যন্ত রেকর্ডটা গড়ার সুযোগ পেলেন। ৪৫ বছর ১৬১ দিন বয়সে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছেন তিনি। এই টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বর্ষীয়ান খেলোয়াড় এখন তিনি। কলম্বিয়ার সাবেক গোলকিপার ফারিদ মনদ্রাগন এতদিন রেকর্ডটির মালিক ছিলেন। ২০১৪ বিশ্বকাপে ৪৩ বছর বয়সে খেলেছিলেন। তিনি ভেঙেছিলেন রজার মিলার রেকর্ড।

প্রথম রাউন্ড থেকেই মিসর বিদায় নেওয়ায় ফুটবলপ্রেমীদের নিশ্চয়ই দুঃখ আছে। মোহাম্মদ সালাহ। এই অমিত প্রতিভাবান ২৬ বছর বয়সী ফুটবলারকে নিঃসন্দেহে এবারের বিশ্বকাপও মিস করবে। কিন্তু বর্তমান বিশ্বের সেরা চার খেলোয়াড়ের একজন সালাহর রাশিয়ায় শেষ ঝলক দেখার জন্য মুখিয়ে থাকা মানুষের অভাব হবে না। সব কিছু বিচার করে এই ম্যাচটা আসলে সালাহ বনাম সৌদি আরবেরই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে