ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে লড়ছে উরুগুয়ে-রাশিয়া(লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ২০:২০:০৩
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে লড়ছে উরুগুয়ে-রাশিয়া(লাইভ দেখুন)

উরুগুয়ে এই ম্যাচে তাদের ফরমেশন বদলে খেলতে নেমেছে। ৩-৫-২। তাতে তাদের আক্রমণের ধার আরো বাড়ার কথা। রাশিয়া যেখানে প্রথম দুই ম্যাচে ৮ গোল করেছে সেখানে উরুগুয়ে করেছে দুটি। একটি করে গোলের জয়ে প্রথম দুই ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করেছে তারা। লুইস সুয়ারেজ দ্বিতীয় ম্যাচে এবারে তার প্রথম গোল পেয়েছেন। একাদশে চারেটি পরির্বতনও এনেছে তারা। সেবাস্তিয়ান কোয়াতেস, দিয়েগো লাক্সালত, লুকাস তরেইরা ও নাহিতান নানদেজের জায়গায় দলে এসেছেন গুইলেরমো ভারেলা, হোসে গিমেনেজ, কার্লোস সানচেজ ও ক্রিস্তিয়ান রদ্রিগেজ।

স্বাগতিক রাশিয়া দলে এসেছে তিনটি পরিবর্তন। ইগোর স্মোলনিকভ একাদশে ঢুকেছেন মারিও ফার্নান্দেজের জায়গায়। ফেদর কুদরিয়াশভ এসেছেন ইউরি ঝিকরভের জায়গায়। আলেকসেই মিনশুকের বিশ্বকাপ অভিষেক হয়েছে আলেকসান্দার গলোভিনের জায়গা নিয়ে।

রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন মিলে) এর আগে উরুগুয়ের সাথে আট দেখার ৬টিতে জিতেছে। সোভিয়েত হিসেবে একটিতে ড্র এবং একটিতে জয়। উরুগুয়ের একমাত্র জয়টি অবশ্য অনেক আগের। ১৯৭০ বিশ্বকাপে। তাও ১১৭ মিনিটের গোলে। কিন্তু রাশিয়া আবার ১৯৭০ বিশ্বকাপসহ বিশ্বকাপে লাতিন কোনো দলের সাথে চার দেখার কোনোটিতেই জিততে পারেনি।

লাইভ দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে