ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

এক সপ্তাহে কত আয় করল ‘পোড়ামন ২’?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১৭:৫২:২৪
এক সপ্তাহে কত আয় করল ‘পোড়ামন ২’?

ঢালিউড ভক্তরাও তাকিয়ে আছেন ‘পোড়ামন ২’ এর হল রিপোর্টের দিকে।

সম্প্রতি জানা গেছে, রাজধানীর বলাকা হলে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ১১ লাখ ৯৪ হাজার ৩৫ টাকা। নির্মাতা রাফি জানালেন, এটা নেট আয়। অর্থাৎ, টিকিট প্রতি গ্রস আয় নয়। গ্রস আয় এর কয়েকগুণ।

তিনি বড় ৫টি প্রেক্ষাগৃহের সাতদিনের গ্রস আয় জানালেন। তার ভাষ্যে, বলাকায় বিক্রি হয়েছে ২৮ লাখ ৩২ হাজার ২৬৮ টাকার টিকিট। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন দুটি করে শো অনুষ্ঠিত হয়েছে। সেখানকার আয় ৯ লাখ ৭৭ হাজার ১৫০ টাকা। যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ৩৫ লাখ ২৮ টাকা ৪০০, শ্যামলীতে ১৪ লাখ ৫৯ হাজার ৯৫০ ও গাজীপুরের বর্ষায় ৪ লাখ ৫০ হাজার ৪৫০ টাকা।

রাফি আরো বলেন, “আমাদের জানা মতে, এটা একটা রেকর্ড। ‘পোড়ামন ২’ প্রথম ৭ দিন রেকর্ড পরিমাণ সেল করেছে। এতে কারো কোন সন্দেহ থাকলে সংশ্লিষ্ট হলে যোগাযোগ করার অনুরোধ রইল।”

‘পোড়ামন ২’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। তাদের নিয়ে একই ব্যানারে বর্তমানে রাফি নির্মাণ করছেন ‘দহন’। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে