ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

রাখি-আরশী’র এ কেমন চাওয়া ভাইজানের কাছে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১৩:০৯:৫৮
রাখি-আরশী’র এ কেমন চাওয়া ভাইজানের কাছে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আরশি ও রাখি দু’জনেই সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করছেন।

সংবাদমাধ্যমের কাছে আরশি জানান, ‘‘আমি সালমানের থেকে ৫ কোটি টাকা চাই কারণ ‘রেস ৩’-র জন্য অনেক প্রচার করেছি। এইটুকু আমার প্রাপ্য।’’আরশি এই দাবি করার কিছুক্ষণের মধ্যেই গলা মেলান রাখিও। তিনিও ৫ কোটি টাকা দাবি করেন।

এমনকী, সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘‘সালমান এত টাকা নিয়ে কী করবেন? আপনি (সালমান) কি কবরেও এত টাকা নিয়ে যাবেন?’’তবে সালমান খান এখনও এই বিষয়ে মুখ খোলেননি। শেষ পর্যন্ত সল্লু ভাই আরশি ও রাখির হাতে ৫ কোটি টাকা তুলে দেন কি না সেটাই এখন দেখার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে