ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

কঠিন সমীকরণ জার্মানির গ্রুপে, উঠতে পারে চার দলই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১২:৫০:৪৮
কঠিন সমীকরণ জার্মানির গ্রুপে, উঠতে পারে চার দলই

অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারলেও সুপার সিক্সে যাওয়ার সুযোগ আছে দক্ষিণ কোরিয়ার। এক ম্যাচ জয়ী জার্মান, সুইডেন হতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন। আবার হারলে বাদ।

প্রথমেই দেখে নেওয়া যাক, পরের পর্বে যেতে হলে কোন দলকে কী করতে হবে-

মেক্সিকো: সুইডেনের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন।সুইডেন: মেক্সিকোকে হারালে আর জার্মানি জিততে না পারলে তারাই যাবে শেষ ষোলোতে।জার্মানি: সুইডেনের ঠিক উল্টো। দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে এবং মেক্সিকো যেন কোনো ভাবে সুইডেনের কাছে না হারে সে আশা করবে।

জার্মানি ও সুইডেন দুই দলই যদি ড্র করে, তাহলে যার গোল বেশি সে যাবে। আর সেখানেও যদি তফাত করা না যায়, তবে হেড টু হেডে এগিয়ে থাকার জন্য জার্মানি চলে যাবে দ্বিতীয় পর্বে।

দক্ষিণ কোরিয়া: অবশ্যই জার্মানিকে হারাতে হবে এবং আশা করবে সুইডেন মেক্সিকোর কাছে হেরে যাবে। সে সঙ্গে গোল ব্যবধানে সুইডেন ও মেক্সিকোর চেয়ে এগিয়ে থাকতে হবে।

খুব সহজেই তো বলা হয়ে গেল তাই না? কিন্তু সবকিছু তো আর এত সহজ নয়! ধরুন, জার্মানি কোরিয়াকে হারিয়ে দিল এবং সুইডেন মেক্সিকোকে স্তব্ধ করে জিতে নিল তাদের শেষ ম্যাচ। জার্মানি, সুইডেন, মেক্সিকো তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে! তখন সমীকরণ দাঁড়াবে-

যখন জার্মানি, সুইডেন, মেক্সিকো তিন দলের পয়েন্ট সমান

-জার্মানি, সুইডেন, মেক্সিকো তিন দলের পয়েন্ট সমান হলে প্রথম দেখা হবে গোল ব্যবধান

-সুইডেন দুই বা তার বেশি গোলে জিতলে জার্মানি যে কোনো ব্যবধানে জিতলেই হবে (তখন মেক্সিকো বাদ)

-জার্মানি দুই বা তার বেশি ব্যবধানে জিতলে সুইডেনকে যে কোনো ব্যবধানে জিতলেই চলবে (মেক্সিকো বাদ )

-জার্মানি ও মেক্সিকো দুই গোলের ব্যবধানে জিতলে দুই দলই উঠবে, মেক্সিকো বাদ

-যদি জার্মানি ও সুইডেন ১-০ ব্যবধানে জিতে, তাহলে তিন দলের সবকিছু একই হবে। এরপর তিন দলের হেড টু হেড মিনি লিগ (যেখানে কোরিয়ার সঙ্গে করা গোল বাদ যাবে) দেখা হবে। সেখানে তিন দলের মধ্যে বেশি গোল করার জন্য জার্মানি ও সুইডেন চলে যাবে, মেক্সিকো বাদ।

-জার্মানি ও সুইডেন ২-১ ব্যবধানে (বা ৩-২ বা ৪-৩) জিতলে সুইডেন গ্রুপ জিতবে, মেক্সিকো দ্বিতীয় হবে, জার্মানি তৃতীয় (হেড টু হেড গোল ব্যবধানে)

জার্মানি, সুইডেন, কোরিয়া তিন দলের যখন পয়েন্ট সমান

-দক্ষিণ কোরিয়া জিতে সুইডেন হারলে জার্মানি, সুইডেন , কোরিয়ার পয়েন্ট হবে সমান। তখন দেখা হবে গোল ব্যবধান

-কোরিয়া জার্মানিকে দুই গোলের ব্যবধানে হারালে তারা দ্বিতীয় হবে

-কোরিয়া জার্মানিকে ১-০ গোলে হারালে এবং সুইডেন মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে গেলে জার্মানি হেড টু হেডে দ্বিতীয় হবে। সুইডেন তখন তৃতীয়, কোরিয়া চতুর্থ।

-কোরিয়া জার্মানিকে ১ গোলের ব্যবধানে (২-১, ৩-২, ৪-৩) এবং সুইডেন মেক্সিকোর কাছে হেরে গেলে সরাসরি হেড টু হেডে কোরিয়া দ্বিতীয় হবে। জার্মানি তখন তৃতীয়, সুইডেন চতুর্থ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে