ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

একি করলেন নেইমারের বোন!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১২:৪১:৫১
একি করলেন নেইমারের বোন!

রাফায়েলা বেক্রান হলেন নেইমারের ছোট বোন। দু’জনের সম্পর্ক বেশ ভালো। বোনের ছবি নিজের ডান হাতে ট্যাটুও করেছেন তিনি। মাঠে নেইমার সারাক্ষণই দাপালেন। কুটিনহোর গোলের পরে দ্বিতীয় গোল করেন নেইমারই।

ম্যাচের পরে মাঠে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ব্রাজিলীয় তারকাকে। মাঝে কোস্টারিকান ডিফেন্ডার জিয়ানকার্লো গঞ্জালেজের বিরুদ্ধে নেইমারকে করা ফাউলের আবেদনও বাতিল হয়ে যায়। ভিএআর সিস্টেমে নেইমারের ‘প্লে অ্যাক্টিং’ ধরা পরে যায়।

সবমিলিয়ে চাপ বাড়ছিল নেইমারের ওপরে। ম্যাচের পরে তাই আবেগের বিস্ফোরণ। পরে নিজের কান্নার ব্যাখ্যা দিতে গিয়ে নেইমার বলেন, ‘এখানে আসতে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেটা সবাই জানে না। কথা বলা সহজ, এমনকি তোতা পাখিও বলতে পারে। কিন্তু কিছু করে দেখানো, সেটা কম লোকই পারে!’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে