ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপই হতে পারে ফ্রান্সের হয়ে পগবার শেষ বিশ্বকাপ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১১:৪৭:৩৩
রাশিয়া বিশ্বকাপই হতে পারে ফ্রান্সের হয়ে পগবার শেষ বিশ্বকাপ

অস্ট্রেলিয়া আর পেরুর বিপক্ষে দুটি জয়ই যে এসেছে ন্যুনতম ব্যবধানে। তবে এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যে ফ্রান্স পরের রাউন্ডে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। আর সেই ফ্রান্সের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আছেন পল পগবা। তবে নিজ দল ফ্রান্সের মত পগবাও রয়েছেন কিছুটা অনুজ্জ্বল। এরই মধ্যে পগবা ঘোষণার সুরে বলে দিলেন এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ।

সম্প্রতি এক সাক্ষাতকারে পগবা জানান-“আমি জানি না আমি পরেরবার আরেকটি বিশ্বকাপে ডাক পাব কি না। হয়ত আমার চেয়েও ভাল কেউ দলে সুযোগ পাবে। আমি আশা করব যে আমি আরো অনেকদিন খেলে যাব।তবে আমি বাস্তববাদী। অনেকেই দেশের হয়ে কেবল একটি বিশ্বকাপে অংশগ্রহণের স্বপ্ন দেখে, সেখানে আমি ইতিমধ্যেই দুটি বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করে ফেলেছি”

আগামী ২৬ জুন ডেনমার্কের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। নকআউট পর্বকে সামনে রেখে সে ম্যাচে ২৫ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারকে বিশ্রাম দিতে পারেন কোচ দিদিয়ের দেশম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে