ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

উইন্ডিজের উদ্দ্যশ্যে দেশ ছাড়ার আগে সকলের কাছে দোয়া চাইলেন মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১১:৪২:১০
উইন্ডিজের উদ্দ্যশ্যে দেশ ছাড়ার আগে সকলের কাছে দোয়া চাইলেন মিরাজ

জানা গিয়েছে, কোনো জটিলতা নয়, প্রক্রিয়াগত কারণেই একটু সময় লেগেছে মিরাজের ভিসা তৈরি হতে। রোববার বিকেলে ভিসা পাওয়া মিরাজ আর দেরি করেন নি। তবে এর আগে ভারপ্রাপ্ত ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন প্রস্তুতি ম্যাচে মিরাজের না থাকার সম্ভাবনাই বেশি।

রোববার দিবাগত রাতে দুবাইয়ের বিমানে চড়েন মিরাজ। সেখান থেকে যুক্তরাষ্ট্র হয়ে পৌঁছাবেন অ্যান্টিগায়। ২৬ জুন থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে বাংলাদেশের।

আগামী ২৭-২৮ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ জুলাই অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে উইন্ডিজ ও বাংলাদেশ। ১২ জুলাই কিংসটনের স্যাবাইনা পার্কে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্ট শেষে ২২ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ জুলাই ও ২৮ জুলাই।

৩১ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ার্নার পার্কে প্রথম টি-টোয়েন্টির পর দুই দল যাবে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ ও ৫ আগস্ট সিরিজের শেষ দুই ম্যাচে উইন্ডিজদের মোকাবেলা করবে সাকিবরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে