ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

দেশের হয়ে টানা তিন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন হোন্ডা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৫ ১১:৪২:৪৯
দেশের হয়ে টানা তিন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন হোন্ডা

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে মুসা ওয়াগির গোলে ফের লিড নেয় সেনেগাল। কিন্তু ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া জাপান খেলায় ফিরতে সময় নেয়নি। ৭ মিনিট পরেই কেইসুকে হোন্ডার গোলে স্কোর লাইন ২-২ করে এশিয়ান জায়ান্টরা।আর এই গোলে প্রথম কোনো জাপানিজ ফুটবলার হিসেবে টানা তিনটি (২০১০, ২০১৪, ২০১৮) বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন হোন্ডা।

এর আগে ম্যাচের ১১ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর থেকে করা শর্ট জাপানের গোলরক্ষকের হাত গলে বের হওয়ার সঙ্গে সঙ্গেই লিভারপুল তারকা সাদিয়ো মানের পায়ের আলতো ছোয়ায় বল জাপানের জালে জড়ায়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে জাপানকে শুরুতেই কিছুটা চেপে ধরে সেনেগাল।

কিন্তু সমান তালে লড়া জাপানও খুব দ্রুত জবাব দেয়। পিছিয়ে থাকার ২৩ মিনিট পর পাল্টা প্রতিশোধ নেয় জাপানিজ স্ট্রাইকার তাকাশি ইনুয়ি।

ম্যাচের নির্ধারিত সময়ে দু’দল আর কোনো গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় তারা।এর আগে অবশ্য দু’দলই নিজেদের প্রথম খেলায় জয় তুলে নিয়ে সমান তিন পয়েন্ট পায়। তবে এ ম্যাচে ড্র হওয়ায় এখনও কারও শেষ ষোলো নিশ্চিত হয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে