ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের রাস্তায় মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ২০:০৭:৪২
যুক্তরাষ্ট্রের রাস্তায় মুশফিক

এই সিরিজের দুটি টেস্ট ম্যাচ সহ তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।যার দুটো টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার ফ্লোরিডায়।

যুক্তরাষ্ট্রে মুশফিক, পিছনে আছেন আরেক তারকা, বলুন কে? এদিকে এ মুহুর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন টাইগাররা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক সেখানে অবস্থানরত একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করে চমকে দেন ভক্তদের। ছবিতে দেখা যাচ্ছে পিছন থেকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন জাতীয় দলের ওপনের তামিম ইকবাল। এরপর মুহুর্তেই ভক্তদের নানা মন্তব্য আসতে থাকে।

আরাফাত হোসাইন রাজীব নামে একজন লিখেছেন, ‘তামিম ইকবাল দূরে দাঁড়িয়ে ছবি তোলা দেখছেন! কেউ কি তামিম ইকবালকে লক্ষ্য করেছন? খন্দকার এমডি নামে আরেকজন লিখেছেন, ‘ভাই অনেক সুন্দর লাগছে, আমাদের বাড়িতে দাওয়াত রইল, সময় করে আসবেন ব্রাক্ষণবাড়িয়া সদর।’

আরমান হাবীব আরু নামে আরেকজন লিখেছেন, ‘পিছনে তামিম ভাই কে দেখতে পাচ্ছি।’ রিয়াদ নামে আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক দারুণ লাগছে মুশি ভাই।’ শরীফুল আলম নামে আরেকজন লিখেছেন, ‘আমাদের পোলাডারে কেউ পাত্তা দেয় না। অথচ এই দেশে হলে হাজার হাজার পাবলিক জড়ো হয়ে যেত।’

ফজলে রাব্বি রাসেল নামে আরেকভক্ত লিখেছেন, ‘ টেস্ট খেলা বাংলাদেশ সময় কয় টাই শুরু হবে? তানভির হোসাইন নামে অন্য একজন লিখেছেন, ‘আপনাকে ও পিছনে তামীম ভাইকেও দারুণ লাগছে। রায়হান নামে আরেকজন লিখেছেন, ‘পিছনে তামিম ইকবাল অবাক হয়ে দেখছে।’

কমেন্ট ও ছবি : মুশফিকের ভেরিফাইড ফেসবুক পেজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে