ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ২০:০৩:৩১
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

২৬ জুন প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুলাই। কক্সবাজারে হবে দ্বিতীয় ম্যাচটি। ১০ জুলাই তৃতীয় ম্যাচটি হবে সিলেটে। ১৭, ১৯ এবং ২২ জুলাই তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে।

মঙ্গলবার প্রথম চার দিনের ম্যাচে শ্রীলঙ্কা দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচে বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে দীর্ঘদিন পর বাংলাদেশ দলে সুযোগ পাওয়া ওপেনার ব্যাটসম্যান তুষার ইমরানকে।

ব্যাটসম্যানদের তালিকায় আরও দেখা যাবে সাদমান ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান। দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং আফিফ হোসেনের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশ ‘এ’ দলের সম্ভাব্য একাদশ: তুষার ইমরান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, আফিফ হোসেন, সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, রিশাদ আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে