জাদুকর সামাদের মাথায় আজ বিদেশি পতাকা!
ফুটবলের ‘জাদুকর’ বলতেই প্রথমে চোখে ভাসে ম্যারাডোনা-পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। কিন্তু আমাদের দেশেও যে একজন ফুটবলের জাদুকর ছিলেন, সেই খবর কি কেউ রাখেন? আজ থেকে অনেক অনেক বছর আগে সেই জাদুকর তাঁর ফুটবলশৈলীতে এ দেশের ফুটবলকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। কালের আবর্তে অনেকেই তাঁর কথা ভুলে গেলেও তিনি যে এ দেশের ফুটবলের সর্বকালের সেরা একটি নাম—এটা অস্বীকার করার কোনো উপায়ই নেই।জাদুকর সামাদ
হ্যাঁ, বোদ্ধা পাঠকেরা ঠিকই ধরেছেন। বাংলার ফুটবল জাদুকর সামাদের কথাই বলা হচ্ছে। জাদুকর সামাদ নামে পরিচিত সেই মানুষটির আসল নাম সৈয়দ আবদুস সামাদ। ব্রিটিশ-ভারতের সময়কালে এই বাংলায় যিনি নিজেকে ফুটবল মাঠে আলাদা করেই চিনিয়েছিলেন। তাঁর দুর্ভাগ্য, তাঁর জন্ম হয়েছিল পৃথিবীর প্রেক্ষাপটে অনগ্রসর এক ভূ-খণ্ডে। নয়তো, ফুটবল ইতিহাসের এক অনন্য নাম হিসেবে তাঁকে মনে করত গোটা দুনিয়া।
১৮৯৫ সালে ব্রিটিশ-ভারতের বিহারে জন্মগ্রহণ করেছিলেন সামাদ। ছোটবেলা থেকেই তাঁর ফুটবল প্রতিভার বিচ্ছুরণ ঘটতে শুরু করে। পড়াশোনায় একেবারেই মনোযোগ ছিল না সামাদের। সে কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে পড়াশোনায় ইতি টানেন তিনি। এ সময়ই ফুটবল খেলাতে পুরোপুরিই মনোনিবেশ করেন তিনি। মাঠের সঙ্গেই গড়ে তোলেন সখ্য-ঘরবসতি—সবকিছুই।
ইতিহাস বলে তাঁর গতি ছিল চিতার সমতুল্য। ড্রিবলিং ছিল মনোমুগ্ধকর। পূর্ণিয়ার জুনিয়র একাদশে শুরু করে প্রথমেই মাত করে দেন সবাইকে। খুব অল্প বয়সেই কলকাতার বড় বড় ক্লাবের কোচ-ম্যানেজাররা তাঁর বাড়িতে লাইন ধরেন। মাত্র ১৭ বছর বয়সেই তিনি ফুটবল খেলতে পাড়ি জমান সে সময়ের সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও খেলাধুলা চর্চার পীঠস্থান কলকাতা মহানগরে।এরপরের গল্পটা কেবল সামাদের এগিয়ে চলারই। ১৯১৬ সালে তিনি মাঠে নামেন শক্তিশালী ইংলিশ ক্লাব সামারসেটের হয়ে। তাঁর খেলায় তিনি মুগ্ধ করেন জাত্যাভিমানী ব্রিটিশদেরও।
তাঁর ক্যারিয়ারও দারুণ সমৃদ্ধ। ১৯২১ থেকে ১৯৩০ পর্যন্ত তিনি খেলেছেন বিখ্যাত ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে। ১৯২৭ সালে তাঁর দারুণ এক গোলেই ইংল্যান্ডের ম্যাশউড ফরেস্ট দলের বিপক্ষে জয় পেয়েছিল ইস্ট বেঙ্গল।সামাদ ভারতীয় জাতীয় দলের জার্সি গায়েও খেলেছেন। ১৯২৬ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয় ভারতীয় দলের অধিনায়কত্ব। তিনি সে সময় ভারতের হয়ে বার্মা (মিয়ানমার), সিলোন (শ্রীলঙ্কা), সুমাত্রা-জাভা-বোর্নিও (ইন্দোনেশিয়া), মালয় (মালয়েশিয়া), সিঙ্গাপুর, হংকং, চীন ও ইংল্যান্ড সফর করেন। চীনের বিপক্ষে একটি ম্যাচে ভারত ৩-০ গোলে পিছিয়ে থাকার পরেও তাঁর দেওয়া চারটি গোলে ৪-৩ গোলে অবিস্মরণীয় এক জয় পেয়েছিল। তাঁর খেলা দেখে ওই সময় স্কটিশ এক ফুটবলবোদ্ধার মন্তব্য ছিল, ‘সামাদ ইউরোপে জন্ম গ্রহণ করলে সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেত।’ ওই সময় ঔপনিবেশিক শাসনের জাঁতাকলে পড়ে কখনোই পাদ-প্রদীপের আলোয় আসা হয়নি বাংলার ফুটবল জাদুকর সামাদের।
১৯৩৩ সালে সামাদ ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে এসে যোগ দেন কলকাতা মোহামেডানে। নিজের সেরা সময় পার করে আসার পরেও মোহামেডানকে তিনি প্রায় একক কৃতিত্বে টানা পাঁচবার কলকাতা সিনিয়র ডিভিশন লিগে চ্যাম্পিয়ন করেন। এ সময় আইএফএ শিল্ডও ঘরে তুলেছিল মোহামেডান।
১৯৪৭ সালে দেশভাগের পর তিনি স্থায়ীভাবে চলে আসেন পূর্ব বাংলায়। পার্বতীপুরে বাড়ি কিনে তিনি শুরু করেন ছিমছাম জীবন। তবে ফুটবলের আকর্ষণটা তিনি কখনোই হারিয়ে ফেলেননি। যুক্ত হন সংগঠক হিসেবে। ১৯৫৭ সালে তিনি পাকিস্তান জাতীয় ক্রীড়া পরিষদের বেতনভুক ফুটবল কোচ হিসেবে চাকরি শুরু করেন। ১৯৬২ সালে পাকিস্তান সরকার তাঁকে সম্মানিত করে রাষ্ট্রপতি পদক দিয়ে। ১৯৬৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।পার্বতীপুরে সামাদের সমাধি
তিনি তাঁর জীবদ্দশায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পাননি। কিন্তু তিনি ছিলেন বাঙালি ফুটবলারদের আইকন। স্বাধীন দেশের ফুটবল যদি সামাদের হাতে পড়ত, তাহলে হয়তো এ দেশের ফুটবল ইতিহাস অন্যভাবেই লেখা হতো। কালের পরিক্রমায় সামাদকে আমরা হয়তো সেভাবে মনে রাখিনি। কিন্তু তাঁর কীর্তিগুলো সামনে নিয়ে এলে এই প্রজন্ম অন্তত তাঁর স্মৃতি বুকে নিয়েই এগিয়ে যেতে পারত অনেকটা পথ।
কিন্তু, জাদুকর সামাদকে আমাদের প্রজন্ম কতটুকু চেনে বা জানে?
আমাদেরও তো এক ফুটবল রাজপুত্র ছিল। সামাদের জীবন বৃত্তান্ত শোনাতে আসিনি। তা আপনারা গুগল করলেই ঢেঢ় বেশি জানতে পারবেন। এসেছি আক্ষেপ করতে। জাদুকর সামাদ তার শেষ জীবন কাটিয়েছেন অনাদরে অনেক কষ্টে। শেষ জীবন কাটিয়েছেন দিনাজপুর এর পার্বতীপুর স্টেশন এর রেল কোয়ার্টারে। এখানেই তার কবর ।অবহেলিত সামাদ ইনস্টিটিউট
পার্বতীপুর এই নির্মিত হয়েছে তার নামে দায়সারা ইনস্টিটিউট, “Samad Institute” । আজ অবাক হতে হয়, সামাদ ইনস্টিটিউটের ছাদের উপর ব্রাজিল,আর্জেন্টিনা আর জার্মান পতাকা দেখে । আমাদের অনুপ্রেরণা সামাদ থাকা স্বত্বেও আমরা আজ ১৯৭ তম অবস্থানে, অদূর ভবিষ্যৎ বলছে ২০০ ছাড়িয়ে যাবে!
হায় আফসোস, আমরা সামাদকে পেয়েও ফুটবলে এগুতে পারিনি।হায় ফুটবল, হায় বাফুফে!
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ২০/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজ ২২-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- মাশরাফির মৃত্যু নিয়ে জানা গেল আসল সত্য খবর
- সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের নতুন বার্তা
- দুই দিন পর সামান্য বড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আরও বাড়লো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- আজ ২৩-১১-২০২৫ তারিখ, জেনেনিন আজকের সৌদি রিয়াল রেট কত
- সত্য না গুজব: ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: ভয়াবহ পরিস্থিতি, নিহত ১২ ভারতীয় সেনা, নিখোঁজ ১৬ জন
- শাহজালাল বিমানবন্দরে বিমানটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বা হিনী, সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার
- সামান্য কমলো সৌদি রিয়াল রেট, জেনেনিন আজকের রেট কত
- কমলো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- এইমাত্র পাওয়া: ব্যাপক সংঘর্ষ, থানার ওসিসহ আহত ৫০ জন
- ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা