ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড-পানামা (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১৮:৩২:৩০
নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড-পানামা (লাইভ দেখুন)

প্রথম ম্যাচে হ্যারি কেইনের জোড়া গোলে তিউনিসিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। পানামা শুরু করেছে বড় হার দিয়ে। বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছে তারা। আজ হারলে তাদের আর কোনো সম্ভাবনাই থাকবে না।

নিঝনি নভগোরদ স্টেডিয়ামে আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংলিশরা। ডেলে আলির চোটের কারণে তার জায়গায় দলে এসেছেন লফটাস-চেক।

ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, কেইরান ট্রিপার, রুবেন লফটাস-চেক, জর্দান হেন্ডারসন, হেসে লিনগার্ড, অ্যাশলে ইয়াং, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন।

পানামা একাদশ : জেমি পেনেদো (গোলরক্ষক), মাইকেল আমির মুরিলো, রোমান তোরেস, ফিদেল এসকোবার, এরিক ডেভিস, গ্যাব্রিয়েল গোমেজ, এডগার বার্সেনাস, আরমান্দো কুপার, অ্যানিবাল গুডোয়, হোসে লুইস রদ্রিগেজ, ব্লাজ পেরেজ।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে