ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

শেষ ম্যাচের আগে মেসিদের ট্রেনিং দিতে চান ম্যারাডোনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১৬:৩৬:২৩
শেষ ম্যাচের আগে মেসিদের ট্রেনিং দিতে চান ম্যারাডোনা

মারাদোনা তো এখন আর আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে কোনওভাবে জড়িত নন। ২০১০ বিশ্বকাপে নীল-সাদা জার্সিধারীদের কোচ ছিলেন। কিন্তু এখন তিনি আর্জেন্টাইন ফুটবলের কেউ নন। তার উপরে লিওনেল মেসির সঙ্গে তাঁর সম্পর্কও ভাল নয় বলে লেখালেখি হয়েছে সংবাদমাধ্যমে।

কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই মারাদোনাই চাইছেন একবার যদি আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে কথা বলা যায়। তাহলে তিনি তাঁর ‘বিখ্যাত’ ভোকাল টনিক দিয়ে তাতাবেন মেসিদের। মহাম্যাচের আগে তিনিই হতে চান মেসিদের ‘গুরু’। সাম্পাওলির কাজটা সহজ করে দিতে চান মারাদেনা।

ম্যাচ ড্র করে এবং হেরে আর্জেন্টাইন ফুটবলাররা মানসিক দিক থেকে বিপর্যস্ত। আর্জেন্টিনার মহানায়ক বলছেন, ‘‘দেশের জার্সি পরে যখনই আমি মাঠে নেমেছি, তখনই নিজের জীবন দিয়ে দিয়েছি।’’ প্রাক্তন ফুটবলারদের প্রসঙ্গ উত্থাপন করে কিংবদন্তি ১০ নম্বর জার্সিধারী বলেন, ‘‘সিমিওনে, রেদন্দো, রুগেরি, ক্যানিজিয়া, লুকেরাও একই কাজ করেছে আর্জেন্টিনা জার্সিতে।’’

ফুটবলারদের সঙ্গে দেখা করে মারাদোনা ফুটবলারদের বোঝাতে চাইবেন আর্জেন্টিনার জার্সির গুরুত্ব। তিনি বলেছেন, ‘‘আমি ফুটবলারদের সঙ্গে কথা বলতে চাই। ওদেরকে বোঝাব আর্জেন্টিনার জার্সির ওজন।’’

মারাদোনা চাইছেন ঠিকই। কিন্তু সেই সুযোগ কি তিনি পাবেন?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে