ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নেইমার ও সিলভা বিবাদে জড়িয়েছেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১৬:৩১:৪৩
নেইমার ও সিলভা বিবাদে জড়িয়েছেন

কোস্টারিকা ম্যাচে কী করেননি নেইমার। ফাউল আদায়ের জন্য বারবার ডাইভ দিয়ে শেষ পর্যন্ত নিজেকে হাসির খোরাক বানিয়েছেন। ভিএআর প্রযুক্তিতে অভিনয় ধরা পড়ে ব্রাজিলের পক্ষে দেওয়া পেনাল্টিও বাতিল হয়েছে। গোল করেছেন, ম্যাচ শেষ আবেগের কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু ম্যাচ শেষে নেইমারকে নিয়ে আসল বোমাটা ফাটিয়েছেন সিলভাই।

নেইমারের ব্যবহারে নাকি আহত সিলভা, ‘ও আমাকে মাঠেই অপমান করেছে। নেইমারের আচরণে আমি প্রচণ্ড দুঃখ পেয়েছি।’ব্যাপারটা ঘটে ম্যাচের মধ্যেই। একপর্যায়ে কোস্টারিকার খেলোয়াড়দের কাছে বল ছেড়ে দেন সিলভা। নেইমার নাকি চিৎকার করে সিলভাকে এ জন্য ভর্ৎসনা করেন। সিলভা-নেইমার ব্রাজিল তো বটেই, ফ্রেঞ্চ লিগে পিএসজিরও সতীর্থ। ব্রাজিলের একটি টিভি চ্যানেলকে এ কথা বলেছেন সিলভা।

জানান, ৮৩ মিনিটের সময় রেফারিই নাকি তাঁকে কোস্টারিকার খেলোয়াড়দের বল ছেড়ে দিতে বলেন। বন্ধ থাকা খেলা দ্রুত শুরু করার জন্যই রেফারি সেই নির্দেশ দিয়েছিলেন।

বিশ্বকাপে ব্রাজিলের দুটি ম্যাচেই নেইমারের খেলা কারও মনে দাগ কাটতে পারেনি। সুইজারল্যান্ডের বিপক্ষে তো ছিলেন নিজের ছায়া হয়ে। কোস্টারিকার বিপক্ষে গোল করলেও নেইমারের আচরণ বেশ কয়েকটি ক্ষেত্রে ছিল দৃষ্টিকটু। এর মধ্যে সিলভার সঙ্গে বিবাদে জড়িয়ে বিতর্কটা আরও উসকে দিলেন এই তারকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে