ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে রেস্তোরাঁয় ঢুকলেন নিক! এর পর…

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১৬:১৫:৫৯
প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে রেস্তোরাঁয় ঢুকলেন নিক! এর পর…

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়, নীল–সাদা স্লিভলেস টু-পিস, সাদা হাই হিল, লাল লিপস্টিক এবং সাদা ভ্যানিটি ব্যাগে ঝলমলে দেখাচ্ছিল ‘বেওয়াচ ২’–এর অভিনেত্রীকে। ক্রিম রঙা টি-শার্ট, খয়েরি ট্রাউজার্স এবং খয়েরি জুতায় সমানভাবে আকর্ষণীয় ছিলেন নিকও। সর্ষে রঙা জরিপার শাড়ি, গোলাপি ব্লাউজ আর দু’ছড়া মুক্তার মালায় সাধারণ লুকেও মধু চোপড়া ছিলেন ব্যক্তিত্বময়ী।

প্রিয়াঙ্কাদের ঘিরে ছিল নিরাপত্তাকর্মীদের কড়া বেষ্টনি। তা সত্ত্বেও ক্যামেরার ফ্ল্যাশবাল্বের ঝলকানি থেকে রক্ষা পাননি তারা। তবে একটুও বিরক্তি প্রকাশ না করে হাসিমুখেই পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা। আর নিককে দেখা গেছে, কখনো প্রিয়াঙ্কার পেছনে, আবার কখনো বলিষ্ঠ বাহুর বেষ্টনিতে তাকে আড়াল করতে।

ভারতে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করতে আসার আগে যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গে তার আলাপ করিয়ে দেন নিক। নিউ জার্সিতে নিকের আত্মীয়ের বিয়েতে যোগ দেন প্রিয়াঙ্কা। সেখানে কখনো নিকের হাতে হাত রাখা অবস্থায়, কখনো ঘনিষ্ঠভাবে একত্রে দুজনের সময় কাটানোর ছবি ভাইরাল হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে