ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

কোন খেলোয়াড়ের মাধ্যমে গর্ভবতী হলে পুরস্কার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১৩:৪২:৩৩
কোন খেলোয়াড়ের মাধ্যমে গর্ভবতী হলে পুরস্কার

বিজ্ঞাপনটিতে বলা হয়, ‘যে নারী ফুটবলারের জিন শরীরে বহন করবে, সে রাশিয়ান দলের ভবিষ্যত প্রজন্মের সাফল্যের প্রবর্তক হবে।এ বিজ্ঞাপন দেওয়ার পর রাশিয়ায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। বার্গার কিং বাধ্য হয় বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বিজ্ঞাপনটির সমালোচনা করে সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেশটির একটি নারীবাদী সংস্থা মন্তব্য করে যে, ‘আমাদের সমাজে নারীদের অবস্থানের প্রতিফলন এই বিজ্ঞাপন।’

বিজ্ঞাপন ও মিডিয়ায় রুশ নারীদের সাধারণত ‘যৌনবস্তু’ হিসেবে উপস্থাপন করা হয়।ক্রেমলিন সমর্থিত গণমাধ্যমের খবরে রুশ নারীরা কীভাবে ‘বিদেশিদের প্রলোভন’ দেখাতে পারেন তা বিশেষভাবে উপস্থাপন করেছে। এ ছাড়া রুশ নারীরা কীভাবে বিদেশিদের প্রলুব্ধ করতে পারেন, তা নিয়ে ব্যাপক বিশ্লেষণও করা হয় বিভিন্ন পত্রপত্রিকায়।

কমিউনিস্ট পরবর্তী রাশিয়ায় লিঙ্গ বৈষশ্য বিষয়ক আলোচনা নতুন নয়। কারণ নারীবাদী মতবাদ রাশিয়ায় খুব একটা শোন যায় না। লিঙ্গ বৈষম্য নিয়ে রাশিয়ান টিভির অনুষ্ঠানগুলো গতানুগতিকের বাইরে খুব একটা সরব নয়।এমনকি কোনো অনুষ্ঠান যদি নারীবাদ বিষয়ে একটু সোচ্চারও হয়, সেটিকে রাশিয়ান ঐতিহ্যের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্র বলে সমালোচনা করা হয়। এতকিছুর পরও নারীদের পণ্য হিসেবে উপস্থাপনের বিরুদ্ধে রুশ নারীদের পক্ষ থেকে খুব একটা প্রতিবাদ দেখা যায় না।

রুশ নারীদের মধ্যে দৃঢ়তার অভাব রয়েছে মন্তব্য করে রাশিয়ার নারী অধিকার কর্মী অ্যালিওনা পোপোভা বলেন, ‘পুরুষরা যখন নারীকে দেহসর্বস্ব উপাধি দেয়, যৌন হয়রানির পক্ষে অজুহাত খোঁজে আর পারিবারিক সহিংসতার জন্যও নারীকেই দোষারোপ করে, তখন নারীরাও বিশ্বাস করা শুরু করে যে সেগুলোই আসলে সত্যি এবং এটিই নিয়ম।’

পোপোভা সাম্প্রতিক এক যৌন হয়রানির ঘটনার উদাহরণ দেন, যেটিতে লিওনিড স্লাটস্কি নামে রাশিয়ার এক জন সংসদ সদস্য জড়িত ছিলেন।স্লাটস্কির নামে একাধিক সাংবাদিক যৌন হয়রানির অভিযোগ আনেন। তার বিরুদ্ধে জনরোষ তৈরি হলেও সংসদের নৈতিকতা সংশ্লিষ্ট কমিশনের তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি স্ব-পদে বহাল থাকেন।

অ্যালিওনা পোপোভা অভিযোগ করেন যে রাশিয়ার আইন ‘রুশ নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখার’ ব্যাপারে অনুপ্রাণিত করে বিদেশিদের। যৌন হয়রানি সংক্রান্ত কোনো আইন এই মুহূর্তে রাশিয়ায় কার্যকর নেই। তবে স্লাটস্কি কেলেঙ্কারির পর এই বিষয়ে আইন করার প্রস্তাব করা হয়েছে।পোপোভা আরও বলেন, ‘রাশিয়ার গণমাধ্যম নারীদের সম্পর্কে ভুল ধারণা দেয়ার জন্য মুখিয়ে থাকে। মানুষের কাছে নারীদের নতুন ভাবমূর্তি তৈরি করার জন্য লড়তে হবে আমাদের।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে