ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রবাসী চালকরা সাবধান, সৌদি আইনশৃংখলা রক্ষায় নতুন বাহিনী!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১৩:৪০:২১
প্রবাসী চালকরা সাবধান, সৌদি আইনশৃংখলা রক্ষায় নতুন বাহিনী!

এই মহিলা পুলিশ বাহিনী থাকবে সৌদি রাস্তায়। সম্প্রতি সৌদি আরব দেশটির নারীদের ট্যাক্সি চালানোর অনুমতি দেয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দেশটির ট্রাফিক ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আল বাসামি নিশ্চিত করেছেন নারীদের গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, নারীদের গাড়ি চালানো শেখানোর জন্য ছয়টি শহরে পাঁচটি স্কুলকে অনুমতি দেওয়া হয়েছে। অনেক আবেদন অনুমতির অপেক্ষায় রয়েছে।আল বাসামি আরও জানান, নারীদের জন্য ড্রাইভিং স্কুল এরই মধ্যে চালু হয়েছে। ট্রাফিক ডিপার্টমেন্টের প্রশাসনিক ও সড়কের বিভিন্ন পদে দায়িত্ব পালনের জন্য অনেক নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

যদিও এই প্রশিক্ষিত নারী চালকদের সহায়তার উদ্দেশ্যে এই নারী পুলিশকে নিয়োগ দেয়া হয়েছে, তারা কিন্তু সৌদি ট্রাফিক পুলিশের অংশ হিসেবে পুরুষ চালকদেরও সৌদি ট্রাফিক আইন মানতেও বাধ্য করবেন। এক্ষেত্রে প্রবাসী চালকদের সাবধান হতে হবে। কারন, পুরুষ ট্রাফিকদের হয়তো আপনি বুঝিয়েও অনেক ক্ষেত্রে ছাড় পেয়েছেন। কিন্তু নারী পুলিশরা স্বাভাবিক ভাবেই বাস্তবতা মানতে চাইবেন না, তারা আইন দিয়েই চালকদের আটকাবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে