ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রোনালদোর সমান লুকাকু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৪ ১০:৩২:৫৮
রোনালদোর সমান লুকাকু

তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করে লুকাকুর নামের পাশে এখন ৪ গোল। বেলজিয়ান ফরোয়ার্ডের সমান দুই ম্যাচে সিআর সেভেনের গোলও ৪টি।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। পরের ম্যাচে মরক্কোর বিপক্ষেও করেন জয়সূচক একমাত্র গোলটি।

সেখানে পানামার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রোনালদোর মতো হ্যাটট্রিক পাননি ঠিকই, কমও যাননি লুকাকু। করেছিলেন জোড়া গোল। শনিবার তিউনিসিয়ার বিপক্ষেও বজায় রাখলেন প্রথম ম্যাচের পারফরম্যান্স। এদিন প্রথম ৪৫ মিনিটেই করে ফেলেন দুই গোল। সংখ্যাটা বাড়তে পারত, কিন্তু ম্যাচের বয়স ঘণ্টা পেরোতেই তাকে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ।

রোনালদো-লুকাকুকে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না স্বাগতিক রাশিয়ান উইঙ্গার ডেনিশ চেরিশেভ। তিনি সৌদি আরব বিপক্ষে ছিলেন না মূল একাদশে, ওই ম্যাচে দুই গোল। পরে মিশরের বিপক্ষে এক গোল করে সংখ্যাটা তিনে টেনে নিয়েছেন। তিন গোল আছো স্পেনের ডিয়েগো কস্তারও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে