ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

নকআউট পর্বে পা রাখতে যা করতে হবে আর্জেন্টিনার?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ২৩:২৬:০৪
নকআউট পর্বে পা রাখতে যা করতে হবে আর্জেন্টিনার?

২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট আর +৫ গোল ব্যবধান নিয়ে ইতিমধ্যেই ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে ০ গোল ব্যবধানে নাইজেরিয়ার পয়েন্ট ৩। আইসল্যান্ড ও আর্জেন্টিনার সংগ্রহ ১ পয়েন্ট করে হলেও আইসল্যান্ড -২ গোল ব্যবধান নিয়ে -৩ গোল ব্যবধান থাকা আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আপাতত।

আইসল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজিত হয় তো নাইজেরিয়াকে যেকোন ব্যবধানে হারালেই পরের পর্বে চলে যাবে আর্জেন্টিনা।

তবে ক্রোটদের বিপক্ষে আইসল্যান্ড জয়লাভ করলে সেক্ষেত্রে আর্জেন্টিনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। তখন আর্জেন্টিনাকে জিততে তো হবেই, জয়টাও আসতে আইসল্যান্ড যে ব্যবধানে জিতবে তার চেয়ে বেশি ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার পয়েন্ট আর গোল ব্যবধার সমান হলেও বেশি গোল করার বদৌলতে নকআউট পর্বে পা রাখবে আলবিসেলেস্তেরা।

তবে আর্জেন্টিনাকে এটাও মনে রাখতে হবে যে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ নাইজেরিয়াও পরের পর্বে যাবার দৌড়ে ভালমতই আছে এবং তাদের প্রয়োজন কেবলমাত্র ড্র তথা হার এড়ানো। কাজেই আর্জেন্টাইনদের কাজটা সহজ হবে না মোটেই।

আগামী ২৬ জুন রাত ১২টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া আর ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচ দুটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে