ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

আজ রাতে নিউইয়র্কে পৌঁছাবে টাইগারদের টেস্ট দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ২৩:২৫:১৩
আজ রাতে নিউইয়র্কে পৌঁছাবে টাইগারদের টেস্ট দল

বাংলাদেশ দল নিউইয়র্ক পৌঁছাবে স্থানীয় সময় ২৩ জুন দুপুর আড়াইটায়। বাংলাদেশ সময়ে সেটি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা (২৪ জুন)। ভ্রমণক্লান্তি কাটাতে নিউইয়র্কে একদিন বিশ্রাম নিয়ে আবারও উঠতে হবে অ্যান্টিগাগামী বিমানে।

ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ভিসার অপেক্ষায় আসন্ন সিরিজে দলের ম্যানেজার সাব্বির খান ও দলের থ্রোয়ার ইয়াকুব চৌধুরী সেন্টুও।

উইন্ডিজ সফরে টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচ পড়েছে ফ্লোরিডায়। যে কারণে দলের সব খেলোয়াড়কেই নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা।

ঈদের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়া টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিউইয়র্ক থেকেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

অ্যান্টিগায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু ২৬ জুন। ২৮-২৯ জুন দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট শুরু হবে ৪ জুলাই।

দেড় মাসের সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে